মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার টেকেরহাট বন্দরের ঐতিহাসিক শহীদ কবির মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা র অঙ্গীকার করে দাড়িপাল্লায় মার্কায় বোট দেয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান, ফরিদপুর অঞ্চলের টিআর সদস্য ও মাদারীপুর-২ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস ছোবহান খান, জেলা সহকারী সেক্রেটারি ও শুরা-কার্যকরী পরিষদ সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা শুরা ও কার্যকরী পরিষদ সদস্য মাওলানা কে. এম. ওছমান গনি, রাজৈর উপজেলা আমীর সহকারী অধ্যাপক আলী আহমদ আকন রাজৈর উপজেলার সাবেক আমীর মো. মাসুদুর রহমান ফরাজী এবং নায়েবে আমীর শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
সমাবেশের সভাপতিত্ব করেন রাজৈর পৌর আমীর শেখ মোশাররফ হোসেন।