মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের শিবচরের মির্জাকান্দি এলাকায় বিল পদ্মা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা এই নৌকা বাইচ উপভোগ করতে শুক্রবার বিকেলে ট্রলার, ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে মাঝ নদী ও নদীর উভয় পাড়ে শিশু, নারী, পুরুষসহ হাজারো দর্শনার্থীদের ঢল নামে। নৌকা বাইচ সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা দায়ীত্ব পালন করেন।
মাদারীপুরের শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের মির্জাকান্দি জাগরনী একতা ক্লাব ও স্থানীয় যুব সমাজের উদ্যেগে শুক্রবার বিকেলে বিল পদ্মা নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে নৌকা বাইচ শুরু হলেও দুপুর থেকেই শিবচর উপজেলাসহ আশপাশের বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষের ঢল নামে বিল পদ্মা নদীর উভয় পাড়ে। ছোট ছোট ডিঙ্গি নৌকা ও ট্রলারে চড়ে মানুষ মাঝ নদীতে অবস্থান নেয় নৌকা বাইচ উপভোগ করতে। নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হয় বিল পদ্মা নদী ও উভয় পাড়।
নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর পাড়ে হরেক রকমের খেলনা ও মিষ্টির পশরা সাজিয়ে বসেন বিভিন্ন দোকানীরা। নৌকা বাইচ প্রতিযোগিতায় ছোট বড় মিলিয়ে ৭ টি নৌকা অংশ গ্রহণ করে। উৎসবমূখর এই প্রতিযোগিতা শেষে সালাম মুন্সির নৌকা চ্যাম্পিয়ন ও মালেক বেপারীর নৌকা রানার্সআপ হয়। পরে অতিথি ও আয়োজক কমিটি বিজয়ীদের হাতে পুরস্কারের এলইডি টিভি তুলে দেয়।
চ্যাম্পিয়ন সালাম বেপারী বলেন গ্রাম বাংলার এ নৌকা বাইচ প্রতি বছরই অয়শ নেই।আমাদের আশা পুরণ হয়েছে। আমরা খুব খুশি।
রানার্সআপ মালেক বেপারী বলেন আমাদের বাইচ দেখতে নদীর দুপারের ভীর আমাদের প্রতিযোগিতার সাহস জুগিয়েছে।
আয়োজক মির্জাকান্দি জাগরনী একতা ক্লাবের সভাপতি মো: বোরহান উদ্দিন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর যেন আরো বড় আকারে নৌকা বাইচের আয়োজন করতে পারি। তাহলেই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ফিরে পাবে।