1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের শিবচরে বিল পদ্মা নদীতে উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীদের ঢল - Madaripur Protidin
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট শ্রীপুর থেকে ১৪ বছর বয়সী  এক শিশু কে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন স্বপন গ্রেফতার মাদারীপুরে প্রবীন দিবস পালিত

মাদারীপুরের শিবচরে বিল পদ্মা নদীতে উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীদের ঢল

  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ২.৪৮ পিএম
  • ২১১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের শিবচরের মির্জাকান্দি এলাকায় বিল পদ্মা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা এই নৌকা বাইচ উপভোগ করতে শুক্রবার বিকেলে ট্রলার, ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে মাঝ নদী ও নদীর উভয় পাড়ে শিশু, নারী, পুরুষসহ হাজারো দর্শনার্থীদের ঢল নামে। নৌকা বাইচ সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা দায়ীত্ব পালন করেন।

মাদারীপুরের শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের মির্জাকান্দি জাগরনী একতা ক্লাব ও স্থানীয় যুব সমাজের উদ্যেগে শুক্রবার বিকেলে বিল পদ্মা নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে নৌকা বাইচ শুরু হলেও দুপুর থেকেই শিবচর উপজেলাসহ আশপাশের বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষের ঢল নামে বিল পদ্মা নদীর উভয় পাড়ে। ছোট ছোট ডিঙ্গি নৌকা ও ট্রলারে চড়ে মানুষ মাঝ নদীতে অবস্থান নেয় নৌকা বাইচ উপভোগ করতে। নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হয় বিল পদ্মা নদী ও উভয় পাড়।

নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর পাড়ে হরেক রকমের খেলনা ও মিষ্টির পশরা সাজিয়ে বসেন বিভিন্ন দোকানীরা। নৌকা বাইচ প্রতিযোগিতায় ছোট বড় মিলিয়ে ৭ টি নৌকা অংশ গ্রহণ করে। উৎসবমূখর এই প্রতিযোগিতা শেষে সালাম মুন্সির নৌকা চ্যাম্পিয়ন ও মালেক বেপারীর নৌকা রানার্সআপ হয়। পরে অতিথি ও আয়োজক কমিটি বিজয়ীদের হাতে পুরস্কারের এলইডি টিভি তুলে দেয়।
চ্যাম্পিয়ন সালাম বেপারী বলেন গ্রাম বাংলার এ নৌকা বাইচ প্রতি বছরই অয়শ নেই।আমাদের আশা পুরণ হয়েছে। আমরা খুব খুশি।
রানার্সআপ মালেক বেপারী বলেন আমাদের বাইচ দেখতে নদীর দুপারের ভীর আমাদের প্রতিযোগিতার সাহস জুগিয়েছে।

আয়োজক মির্জাকান্দি জাগরনী একতা ক্লাবের সভাপতি মো: বোরহান উদ্দিন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর যেন আরো বড় আকারে নৌকা বাইচের আয়োজন করতে পারি। তাহলেই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ফিরে পাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!