কালকিনি
মাদারীপুরের ডাসারে অজ্ঞাত এক যুবকের-(৩৮) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া নামক স্থানে ইসাবেলা পেট্রোল পাম্পের সামনের একটি দোকানের ভিতরে ওই নিহতের লাশ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ওই লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোঃ এহতেশামুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। এবং ময়না তদন্তের জন্য নিহতের লাশ মর্গে প্রেরন করা হয়েছে। তবে এখন পর্যন্ত লাশের শনাক্ত করা যায়নি।