রাজৈর প্রতিনিধি।
মাদারীপুর জেলার শিবচর সহকারী পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত এক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্তসহ নতুন করে মোট ৪জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ৮৯ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন ৫০জন।
মঙ্গলবার(২৬-৫-২০) সকালে স্বাস্থ্য বিভাগ ও পুলিশ সুপার কার্যালয় সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষার রিপোর্ট নতুন করে সদর উপজেলা একজন, রাজৈর উপজেলায় ২ জন ও শিবচরে এক পুলিশ সদস্য করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। শিবচর সহকারী পুলিশ সুপার কার্যালয়ের কর্মরত ওই পুলিশ সদস্যকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তার সংস্পর্শে থাকা আরো ৬ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যান্য তিনজনকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, গতকালের রিপোর্টে ওই পুলিশ সদস্যের করোনা পজিটিভ এসেছে। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) আবির হোসেন বলেন, আক্রান্ত পুলিশ সদস্য অফিসেই থাকতো। কিভাবে আক্রান্ত হলো তা বুঝা কঠিন। তাকে হোম আইসোলেশনে ও সংস্পর্শে থাকা ৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Leave a Reply