টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, যে হাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন দিয়েছে সে হাত শুধু ভেঙ্গে গুড়িয়ে দিলেই হবে না, এর বেশি তাদের চরম শাস্তি দিতে হবে। যারা মাদারীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, অডিটোরিয়াম ও পেট্রোলপাম্পসহ বিভিন্ন কিছু ধ্বংস করেছে- কোন অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না। তাদের দৃষ্টান্তমূলক বিচার আমরা করবো। আজীবন যেখানে আওয়ামীলীগের ঘাটি, সেখানে জামাত- বিএনপি- শিবির- ছাত্রদল- স্বাধীনতা বিরোধীরা এতো শক্তি কোথা থেকে পেলো সেটা আমাদের খতিয়ে দেখতে হবে।
শনিবার (২৭ জুলাই) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে বিএনপি- জামাত ও স্বাধীনতা বিরোধী চক্রের অগ্নি সন্ত্রাশ, নৈরাজ্য ও ধ্বংসাত্বক কর্মকান্ডের প্রতিবাদে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক )।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, এই অঞ্চলের একটি অত্যাধুনিক পেট্রোল পাম্প, ৩২টি গাড়ি ও টিকিট কাউন্টারগুলো পুড়িয়ে দিয়েছে। কোটা আন্দোলনকারীদের উপর ভর করে আমাদের ভিতর ঢুকে যাওয়া হাইব্রিটরা এগুলো করিয়েছে। কারণ মাদারীপুরে বিএনপি-জামাতের এমন শক্তি নেই যে এগুলো করতে পারে। তারা নব্য রাজাকার।
এ মতবিনিময় সভায় রাজৈর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাহাবুদ্দিন মিয়া সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর বিক্রম মেজর জেনারেল অবঃ হেলাল মোর্শেদ খান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আ ফ ম ফুয়াদ, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারুল, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজৈর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ সাগর আহমেদ উজির ও যুবলীগের আহবায়ক রিজওয়ানুল হক রেজন মিয়া।
Leave a Reply