মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে আইন-শৃঙ্খলা বর্জায় রাখার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়করা। মঙ্গলবার বিকেল ৬টার দিকে মাদারীপুর সরকারী কলেজ মাঠে এ সংবাদ সম্মেলন করেন তারা। এসময় মাদারীপুর শকুনী লেককে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী দীপ্ত দে-এর নাম অনুসারে রাখার আহবান জানান তারা।
কোটা বিরোধী আন্দোলনের জেলার সমন্বয়ক নেয়ামাতুল্লাহ লিখিত বক্তব্যে জানান, শেখ হাসিনা পতনের পর সারা দেশ মুক্ত পেয়েছে। তবে সেই মুক্তিকে কার্যকরী করার জন্যে আইন-শৃঙ্খলা বর্জার রাখতে হবে। কোনভাবেই জানামালের ক্ষতি করা যাবে না। কেউ অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলে সেটা কোটাবিরোধী শিক্ষার্থীরা দায়ভার নিবে না। এজন্যে সকল শিক্ষার্থীকে সচেতন থাকার আহবান করা হয়। এসময় মাদারীপুরে কোটা বিরোধী আন্দোলনে নিহত মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থী দীপ্ত দে’র নাম অনুসারে শকুনী লেকের নাম করণের দাবী করেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয়ক নাজিম হোসেন, মো. আসিক হোসেন, তামান্না ইসলাম ও কামরুল ইসলাম প্রমুখ।
সমন্বয়ক তামান্না ইসলাম বলেন, ‘আমাদের কলেজের শিক্ষার্থী দীপ্ত দে ছাত্রলীগ আর পুলিশের আক্রমনে নিহত হয়েছে। আমরা চাই তার নামে জেলার ঐতিহ্যবাহী শকুনী লেকের নাম তার নামের করার। তাহলে আগামীতে দীপ্তর কথা সবাই জানতে পারবে। সেই সাথে সকল কোটাবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা করার দাবী করছি।’
Leave a Reply