1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে শিক্ষার্থীদের রং-তুলির আচরে অসম্প্রাদায়িক বাংলাদেশের গল্প - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট শ্রীপুর থেকে ১৪ বছর বয়সী  এক শিশু কে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন স্বপন গ্রেফতার মাদারীপুরে প্রবীন দিবস পালিত

মাদারীপুরে শিক্ষার্থীদের রং-তুলির আচরে অসম্প্রাদায়িক বাংলাদেশের গল্প

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৬.৫৯ পিএম
  • ৩০৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
কোথায়ও মুক্তিযুদ্ধের চেতনা, নতুন সম্ভবনা। আবার কোথায়ও দেখা মিলবে কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের প্রতিবাদী কন্ঠস্বরের দৃশ্য। এমন চিত্র ফুটে উঠেছে দেয়ালে দেয়ালে।

মাদারীপুর সরকারি কলেজ ভেতর তরুণ প্রজন্মের এক দল শিক্ষার্থী। কলেজের দেয়ালে রং আর তুলিতে ব্যস্ত শিক্ষার্থীরা। অসম্প্রাদায়িক বাংলাদেশে জেগে উঠেছে নতুন এক সূর্য্য। এই সূর্যোদয়ের আলোতে হিন্দু-মুসলিমের নেই ভেদাভেদ, ফুটিয়ে তোলা হয় এমনও দৃশ্য।
শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল ও অলিগলির দেয়াল নোংরা হলেও চোখে পড়েনি কারই। নিজেদের উদ্যোগে পরিস্কার করে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এতে আল্পনা দিতে যোগ দেয় মাদ্রাসার শিক্ষার্থীরাও। প্রতিটি দেয়ালেই ফুটে উঠেছে স্বাধীনতা, সেই সাথে কোটা সংস্কারে শহীদ হওয়া শিক্ষার্থীদের নাম ও ছবি। শিক্ষার্থীদের প্রত্যাশা, তরুণরাই হবে দিন বদলের রূপকার। দেশকে এগিয়ে নিবে অনেক দূর। গড়ে উঠবে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত তারুণ্যের বাংলাদেশ।

সরেজমিনে দেখা যায়, এক একটি দেয়াল যেন এখন ডানামেলা রঙ্গিন প্রজাপতি। বিজ্ঞাপন আর পোস্টারের দখলে থাকা প্রাচীরও রূপান্তর হয়েছে ক্যানভাসে। অন্যায় রুখে দিতে ছিল দৃঢ় প্রতিজ্ঞা সবার মনে। শিক্ষার্থীদের নিপূণ হাতে পাল্টে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালের চিত্র। এর থেকে তৈরী হবে নতুন এক বাংলাদেশ সেই প্রত্যাশা সকলের।

শহরের আলহাজ¦ আমিনউদ্দিন হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রাফসান জানি বলেন, শহরের বড় বড় নেতাকর্মীরা থাকলেও শহরের দেয়ালগুলোর চিত্র পাল্টায়নি। এসব নেতাদের কখনই মনে হয়নি, দেয়ালগুলো রঙ্গিন করে তোলা উচিৎ। কিন্তু শিক্ষার্থীদের সমন্বয়ে দেয়াল চিত্র আল্পনা করা হচ্ছে, শহরকে সুন্দর করে সাজানোর জন্য এই কার্যক্রম চলতেই থাকবে।

সামিয়া ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ছাত্রছাত্রীদের আন্দোলনে নতুন এক বাংলাদেশ তৈরী হয়েছে। তাই এই দেশ সংস্কারের দায়িত্বও আমাদের। তারই অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে সতর্কতামূলক আল্পনা দেয়া আছে। যা দেখে অনেক কিছুই শেখার আছে।
মাদারীপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী পাভেল হাসান বলেন, আমরা চাই সকল মানুষের অধিকার তারা সমানভাবে পেয়ে জীবনযাপন করবে। স্বাধীন দেশে সকলে মিলেমিলে থাকবো, সেই লক্ষ্য নিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। তাই স্বাধীন দেশের প্রথম সংস্কার রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে।

মাদারীপুর সরকারি কলেজের আরেক শিক্ষার্থীর তানজিম মিম বলেন, কলেজটির চারপাশ সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা শিক্ষার্থীরা একযোগে আল্পনা দিচ্ছি। নোংরা দেয়ালগুলো পরিস্কার করে, রং-তুলির মাধ্যমে মনের কথাগুলো ফুটিয়ে তোলা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!