মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৌসুমী লঘুচাজনিত ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা হওয়ার সম্ভবনায় জেলার পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)’র সকল কর্মকর্তা-কর্মচারী ছুঁটি বাতিল ঘোষণা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্যাজনিত সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সবাইকে নিজ নিজ কর্মস্থলে থাকার কথাও বলা হয়েছে। বিষয়টি শনিবার বিকেলে নিশ্চিত করেছেন বাপাউবো’র মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মো. সানাউল কাদের খান।
নির্বাহী প্রকৌশলী মো. সানাউল কাদের খান বলেন, আগামী কয়েকদিন গঙ্গা, পদ্মা নদীর পানি বৃদ্ধি এবং মৌসুমী লঘুচাপজনিত ভারী বৃষ্টিপাতের সম্ভবনা থাকায় সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত থাকতে পারে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুরসহ ১০টি জেলায় বন্যার সম্ভবনা রয়েছে। যে কারণে এসব জেলার বাপাউবো’র সকল কর্মকর্তা-কর্মচারীর ছুঁটি বাতিল করা হয়েছে। এসময় দুর্যোগ হলে সব ধরণের ব্যবস্থাও গ্রহণ করা হবে।
তবে পদ্মা ও আড়িয়াল খাঁ নদে এখনো বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মাদারীপুর জেলার আড়িয়াল খাঁ নদে ২ দশমিক ২৪ সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া নিন্ম কুমার নদে বিপদসীমার ২ সেন্টিমিটার ও কবিরাজপুর এলাকায় দিয়ে ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেলে বিপদসীমার উপরেও প্রবাহিত হওয়ার সম্ভবনাও রয়েছে।
Leave a Reply