টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা । উৎসব মূখর পরিবেশের মধ্যেদিয়ে মাদারীপুরের কালকিনিতে এই প্রথম উদ্বোধন করা হল একটি শিশু পার্ক। আজ শুক্রবার সকালে কালকিনি-ভূরঘাটা সড়কের ব্রাক ব্যাংক সংলগ্ন দুবাই প্লাজার নিচতলায় এই শিশু পার্কটি উদ্বোধন করা হয়। এ পার্কের প্রতিষ্ঠাতা শিক্ষক অপুর্ব বলের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, কলেজ প্রভাষক মোঃ ডালিম, সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন, কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, শিক্ষক মিন্টু, আনোয়ার হোসেন বেপারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, যুবদল নেতা মো. তুহিন হাওলাদার ও ছাত্রলীগ নেতা মো. স্বজল আহম্মেদ প্রমুখ।
শিশু পার্কের প্রতিষ্ঠাতা অপুর্ব বল জানান, শিশুদের জন্য এই উপজেলায় কোন প্রকার বিনোদনের ব্যবস্থা না থাকায় এবং শিশুদেরককে মোবাইল ব্যবহার থেকে ফিরিয়ে এনে বিনোদনের দিকে ঝোকার জন্য এই শিশু পার্ক করার ব্যবস্থা করেছি।
Leave a Reply