মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুর সদর উপজেলার কুকরাইল এলাকার ৬বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে গণধর্ষণ মামলার প্রধান আসামী জসিম দর্জিকে (৪০) জেলখানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত জসিম দর্জি একই এলাকার মোশারফ দর্জির ছেলে। শনিবার সন্ধায় তাকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
শনিবার রাত ৮টার দিকে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের (ভারপ্রাপ্ত) কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চলতি বছর (২০২৪) ২৮মে রাত ৮টার দিকে প্রতিবন্ধী শিশু মেয়েকে বাড়িতে একা পেয়ে মুখে কাপড় বেঁধে জোরপূর্বক গণধর্ষণ করার সময় শিশুর মুখ থেকে কাপড় সরে যায় এবং শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায়। পরবর্তীতে শিশুকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় শিশুর পরিবারের লোকজন বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে আসামীরা পলাতক থাকে। শনিবার সন্ধার দিকে নতুন জেলখানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী জসিম দর্জিকে গ্রেফতার করা হয়।