মাদরীপুর প্রতিনিধি। মাদারীপুরের কালকিনি উপজলোর লক্ষীপুর ইউনিয়নের কোলচুরি এলাকায় কৃষি জমি ও পদ্মা নদী থকেে অবধৈভাবে বালু উত্তোলনের অভিযোগ ওঠে।মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এসময় অভিযানের কথা টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তবে একটি বালু উত্তোলন কৃত ড্রেজার মেশিন ও ২০০ফুট পাইপ ধ্বংস করা হয়।
স্থানীয়রা জানান, লক্ষীপুর ইউনিয়নের কোলচুরি এলাকায় কৃষি জমি ও বলি পদ্মা নদী থকেে র্দীর্ঘ দিন ধরে বালু উত্তোলন করে আসছলি প্রভাবশালী মহলের কিছু লোক। বিষয়টি নিয়ে স্থানীয়রা একাধকিবার প্রশাসনরে কাছে অভিযোগ দেয়। এর প্রেক্ষিতে উপজলো প্রশাসন এই অভিযান পরিচালনা করে। নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন ,, সহকারী কমিশনার (ভুমি) মাহবুবা ইসলাম। এসময় প্রায় ২০০ ফুট পাইপ ধ্বংস করে কৃষি জমি থেকে বালু উত্তোলন বন্ধ করা হয়ছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
Leave a Reply