1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বানিজ্য ও দুর্নীতির অভিযোগ - Madaripur Protidin
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক ইয়াকুব খান শিশিরের  বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা  মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন মাদারীপুরে কৃষক ছদ্মবেশে সার কিনতে গিয়ে ডিলারকে জরিমানা মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী রাজৈরে ডাচ্-বাংলা ব্যাংক কর্মীর কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাই। পুলিশের চারটি টিম মাঠে নেমেছে জাজিরায় হাত বোমা তৈরীর সময় ২ জন নিহতের ঘটনায় ৫ জন আসামী গ্রেফতার কালকিনিতে ব্যবসায়ীর বাড়ির গেটে তালাবদ্ধের প্রতিবাদে মানববন্ধন রাজৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা রাজৈরে কোডেক এর শীতবস্ত্র বিতরন পৈতৃক জমি দখল করে মিথ্যা মামলা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

কালকিনিতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বানিজ্য ও দুর্নীতির অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৩.৫৬ পিএম
  • ৪৭৪ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বহলুল আকনের বিরুদ্ধে ঘুষ বানিজ্য, নানা অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন একাধীক ভূক্তভোগী পরিবার। অভিযোগ পেয়ে ওই ভূমি কর্মকর্তাকে শো-কজ করা হয়েছে। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন। এদিকে শো-কজ করার পরও ওই ভূমি কর্মকর্তা তার ঘুষ বানিজ্য বন্ধ না করায় তাকে দ্রুত অপসারনের দাবিতে ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় সচেতন মহল। অপরদিকে তার বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ভূক্তভোগীদের অভিযোগ ও একাধিক সূত্রের তথ্যমতে জানা গেছে, উপজেলার সিডিখান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বহলুল আকন যোগদানের পর থেকে তিনি সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে নামজারি, দাখিলাসহ বিভিণœ ধরনের কাজ করে দেয়ার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে আসছেন। এমনকি তিনি টাকা নিয়েও ঠিকমতো কাজ করছেন না বলে ভূক্তভোগীদের দাবি। এই ঘটনায় স্থানীয় মো. মজিবুর রহমান ও মো. কবির মিয়া নামে দুইজন ভূক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ওই ভূমি কর্মকর্তাকে শো-কজ করা হয়েছে। এদিকে শো-কজ করার পরও ওই ভূমি কর্মকর্তা তার ঘুষ বানিজ্য বন্ধ না করায় তাকে দ্রুত অপসারনের দাবিতে ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ভূক্তভোগীরাসহ স্থানীয় সচেতন মহল।

অভিযোগকারী মো. মজিবুর রহমান ও মো. কবির মিয়াসহ প্রায় অর্ধশত স্থানীয় সচেতন ব্যক্তি বিক্ষোভকারী বলেন, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বানিজ্য ও নানা অনিয়ম-দুর্নীতি বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। তাই আমরা তার দ্রুত অপসারন চাই।অভিযেুক্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. বহলুল আকনের কাছে ঘুষ বানিজ্যের বিষয়টি যানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, সিডিখান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বহলুল আকনের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি ও নানা অনিয়ম-দুর্নীতির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এবং তাকে প্রাথমিকভাবে শো-কজ করা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে ।#

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!