1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আন্দোলনে পুলিশের গুলিতে বাম হাত অকেঁজো হওয়ার পথে শিক্ষার্থী তামিমের - Madaripur Protidin
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিএনপির মনোনয়নের দাবীতে মনোনয়ন বঞ্চিতদের মহাসড়ক অবরোধ। ৫কিলোমিটার ব্যাপী যানযট। মাদারীপুরে কলেজ শিক্ষার্থীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে আবারো সড়ক অবরোধ মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম র্কমীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ত্রয়োদশ নির্বাচনে মাদারীপুরে ১ ও ২ আসনে বিএনপির প্রার্থী ঘোষনা মাদারীপুরে জোরপূর্বক ইউপি সদস্যর ৭০ গাছ কেটে নিল প্রতিপক্ষ, বাধা দেয়ায় হুমকির অভিযোগ  ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৩ ঢাকায় র‌্যাব-৪ এবং পরিবেশ অধিদপ্তর এর যৌথ অভিযানে ৮৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ধামরাইয়ে বিপুল পরিমান ভেজাল গুড় উৎপাদনের রাসায়নিক উপাদান উদ্ধার ও ধ্বংস। মামলা দায়ের। মাদারীপুরে শিক্ষা খাতে সুশাসন নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত রাজৈরে ভোক্তা অধিকারের অভিযান। বোতলজাত সোয়াবিনে ওজন কম থাকায় দোকানীকে ৪০হাজার টাকা জরিমানা

মাদারীপুরে আন্দোলনে পুলিশের গুলিতে বাম হাত অকেঁজো হওয়ার পথে শিক্ষার্থী তামিমের

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ২.৪০ পিএম
  • ৩৮৪ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া গুলিতে বাম হাত সারা জীবনের জন্যে অকেঁজো হওয়ার পথে কলেজ শিক্ষার্থী তামিম হোসাইনের। একসময় পাড়ার মাঠে ব্যাট-বল হাতে যে ছুঁটে বেড়াতেন, তিনি এখন বিছানা আর বাড়ীর আঙ্গিনায় ছটফট করে দিন পার করছেন। ফলে পড়াশোনা শেষ করে ব্যাংকার হওয়ার স্বপ্নে কিছুটা বাঁধ সেজেছে তামিমের। বাম হাতের রগ আর হাড়ের ভিতরে এখনো বয়ে বেড়াচ্ছে গুলি। ফলে উন্নত চিকিৎসা না করালে চির দিনের জন্যে বাম হাত অকেঁজো হয়ে যাবে। প্রশাসন থেকে সহযোগিতার আশ^াস দিয়েছেন।

আহত পরিবারের সাথে আলাপ করে জানা যায়, গেলো ১৮ জুলাই সকাল ১১টা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল মাদারীপুর পৌর শহরের লেকপাড়। একদিকে শিক্ষার্থী, অন্যদিকে তৎকালীন সরকার সমর্থিত ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ বাহিনী। তিন ঘন্টাব্যাপী চলে ধাওয়া, পাল্টা ধাওয়া। এক পর্যায়ে শিক্ষার্থীরা কোনঠাসা হয়ে পড়লে পুলিশ ব্যাপক গুলি ছুড়তে থাকে। এতে শতাধিক শিক্ষর্থী আহত হয়। এদের মধ্যে মাদারীপুর সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ডিগ্রী শেষ বর্ষের শিক্ষার্থী তামিম হোসাইনের শরীরে একাধিক স্থানে গুলিবিদ্ধু হয়। পরে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরের দিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা নেয়ার তিন দিন পরে ঢাকার সিএমএইচে পাঠানো হয়। সেখানে কিছু দিন চিকিৎসা নিয়ে বাড়ীতে চলে আসে। তবে বাম হাতের তালুর রগ আর একটি আঙ্গলের গুলি বের করা যায়নি। ফলে বাড়ীতে সঠিক চিকিৎসা না করায় বাম হাতটি অকেঁজো হয়ে যাচ্ছে। আর্থিক দৈন্যতার জন্যে উন্নত চিকিৎসাও করাতে পারছে না পরিবারটি।

আহত তামিমের মা মোসা. নাজমা বেগম বলেন, প্রাথমিকভাবে সদর চিকিৎসা করিয়ে বর্তমানে ঢাকাতে চিকিৎসা চলছে। কিন্তু বাম হাতের রগে গুলি থাকায় এক হাত অকেজো হওয়ার পথে। এরই মধ্যে কয়েকটি সংগঠন থেকে কিছু সহযোগিতা করেছে কিন্তু সেটা পর্যাপ্ত না। শুনছি, সরকারীভাবে চিকিৎসা করবে কিন্তু সেটার কোন প্রতিফলন দেখছি না। আমাদের আর্থিক তেমন সচ্ছলতা নেই, তাই সরকারী সহযোগিতা কামনা করছি।

তেইশ বছর বয়সী তামিমের স্বপ্ন ছিল ব্যাংকার হওয়ার। কিন্তু সেই স্বপ্নে বাঁধ সেজেছে বাম হাতের অক্ষমতা। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী গ্রামের মো. আনোয়ার মাতুব্বর ঢাকায় বেরসকারী কোম্পানিতে কাজ করেন। তার পিতার পক্ষেও ছেলের উন্নত চিকিৎসা করানো সম্ভব না। বর্তমানে তামিমের চিকিৎসার জন্যে প্রয়োজন অন্তত ১০ লাখের বেশি টাকা। তাই এ স্বপ্নবাজ তরুণের দিকে সহযোগিতার হাত বাড়ানো দাবী আহতের স্বজন ও এলাকাবাসীর। আর উদীয়মান তরুন তামিমের দাবী, বৈষম্যবিরোধী আন্দোলনে জীবনের মায়া ত্যাগ করে যারা গুলির সামনে নিজেদের বুঁক উচিয়ে দিয়েছেন, তাই তাদের সুচিকিৎসার জন্যে এগিয়ে আসতে হবে সরকারকে। না হলে অধরাই থেকে যাবে আমাদের স্বপ্ন।

তবে জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কার সাহার দাবী করে বলেন, তদন্ত করে ক্ষতিগ্রস্থ্যদের সহযোগিতার করা হবে। যদি কেউ আইনগত ব্যবস্থা নিতে চায়, সেক্ষেত্রও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। আর কোন পুলিশ সরাসরি দায়ী হলে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদারীপুরে আন্দোলনে তিনটি সংঘর্ষের ঘটনায় ১০১ জন ছাত্র-জনতা আহত ও ৩ জন নিহত হয়। এসব ঘটনায় জেলায় তিনটি হত্যা মামলা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। বাকিদের গ্রেপ্তারের দাবী আহত ও নিহত পরিবারের সদস্যদের।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!