মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও ছেলেকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহতাবস্থায় আছুরা বেগম ও তার ছেলে সাজ্জাদ মাতুব্বর শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় শুক্রবার (২৫ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবচরের নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের মৃত আনোয়ার মাদবরের স্ত্রী আছুরা বেগমের সাথে দীর্ঘ দিন ধরে প্রতিবেশি রশিদ মাদবরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একটি মামলা দায়ের করেন আছুরা। বর্তমানে আদালতে মামলাটি বিচারাধীন। এরই জেরে গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিক জরুরী কথা আছে বলে ঘরের দরজা খুলতে বলে রশিদ মাদবর। পরে দরজা খুললেই অতর্কিতভাবে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। আছুরা বেগম ও তার ছেলে সাজ্জাদ মাদবরকে মারতে মারতে ঘর থেকে বাহিরে বের করে আনেন রশিদ মাদবর ও তার লোকজন। এরপর রশি দিয়ে মা ও ছেলেকে উঠানের পাশের নারিকেল গাছের সাথে বেঁধে মুখের ভেতর কাপড় ভরে লাঠিসোটা দিয়ে অমানুষিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
আরো জানা যায়, নির্যাতনে একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়ভাবে চিকিৎসা করিয়ে কিছুটা সুস্থ্যতা বোধ করেন। কিন্তু অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে আছুরা বেগম ও সাজ্জাদকে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।
আহত সাজ্জাদ মাতুব্বর বলেন, ‘আমাদের জমি নিয়ে ৮ বছর ধরে রশিদ মাতুব্বরের সাথে ঝামেলা চলছে। আমরা আদালতে মামলা করেছি। মামলা করার কারণে সোমবার রাতে আমাদের উপর হামলা করে। গাছের সাথে বেঁধে মারধর করে।’
তিনি আরও বলেন, ‘রাতে আমরা ঘরে শুয়ে পড়েছিলাম। জরুরী কথা আছে বলে দাদীকে দিয়ে আমাদের ডেকে উঠায়। দরজা খুলতেই ১০ থেকে ১২ জন লোক লোহার রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে। টেনে-হিঁচরে আমাকে, ছোট ভাইকে ও মাকে বের করে পিটাতে থাকে। পরে গাছের সাথে বেঁধে মারধর করে। আমাকে হত্যার উদ্দেশ্যে মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে দেয়। আমরা তাদের কঠোর শাস্তির দাবী জানাই।’
এবিষয়ে জানতে চাইলে নিলখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার মুঠোফোনে বলেন, ‘ওরা একই বাড়ির লোকজন। বাড়ির জায়গা নিয়ে অনেক দিনের বিরোধ। স্থানীয়ভাবে মীমাংশার চেষ্টা করা হয়েছিল। এর আগে একাধিকবার তাদের নিয়ে বসাও হয়েছিল। এদিকে গত সোমবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটেছে বলে আমি জানতে পেরেছি। আমি এলাকায় নেই এখন। বাড়িতে এসে বিষয়টি খোঁজ খবর নেবো।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন মুঠোফোনে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাছের সাথে বেঁধে মারধরের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টাও করা হয়েছিল। কিন্তু তা সম্ভব নয়। মামলার প্রস্তুতি চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Leave a Reply