1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর ইউপি সদস্য মহসিন আকন হত্যা মামলার ২নং আসামী রাজ্জাক মুন্সী (৩২ গ্রেফতার। - Madaripur Protidin
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট শ্রীপুর থেকে ১৪ বছর বয়সী  এক শিশু কে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন স্বপন গ্রেফতার মাদারীপুরে প্রবীন দিবস পালিত মাদারীপুরে শ্রবণ প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানের দাবীতে মানববন্ধন

মাদারীপুর ইউপি সদস্য মহসিন আকন হত্যা মামলার ২নং আসামী রাজ্জাক মুন্সী (৩২ গ্রেফতার।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১০.৫৪ এএম
  • ২৫৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৮বরিশাল, সিপিসি-৩ মাদারীপুর ও সিপিএসপি কোম্পানী মাদারীপুর জেলার সদর থানাধীন এওজ এলাকার নতুন বাজারে আলোচিত ইউপি সদস্য মহসিন আকন হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী রাজ্জাক মুন্সী (৩২ কে গ্রেফতার করেছে।

র‌্যাব জানায়, এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গী, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত। র‌্যাব-৮, বরিশাল এর সিপিএসপি কোম্পাানী ও সিপিসি-৩ মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানার এওজ গ্রামের নতুন বাজারে আলোচিত ইউপি সদস্য মহসিন আকন হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী রাজ্জাক মুন্সীএর সম্পর্কে তথ্য পায় এবং তাকে গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহন করিতে তৎপরতা শুরু করে।

মামলার এজাহার পর্যালোচনায় দেখা যায় যে, অত্র মামলার ২নং গ্রেফতারকৃত আসামী রাজ্জাক মুন্সী (৩২), পিতা- মৃত শাহজাহান মুন্সী, গ্রাম- এওজ, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুরসহ তার সহযোগী অন্যান্য আসামীদের সাথে মামলার ভিকটিম মহসিন আকন (৬৩), পিতা-মৃত খালেক আকন, গ্রাম- এওজ, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর এর দীর্ঘদিন যাবৎ জমিজমার ভোগ দখল নিয়ে বিরোধ চলে আসছিল। যে কারণে ধৃত আসামীসহ তার সহযোগী আসামীরা ভিকটিম মহসিন আকনকে মারপিট করাসহ বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করার পায়তারা করে আসছিল। ঘটনার দিন গত ০৫/০৯/২০২৪ সন্ধ্যা অনুমান ২০.৩০ ঘটিকার সময় ভিকটিম মহসিন আকন মাদারীপুর জেলার সদর থানাধীন এওজ সাকিনস্থ নতুন বাজারে জনৈক মিজানুর এর চায়ের দোকানের সামনে রাস্তার উপর চা পান করাকালে ধৃত আসামীসহ তার সহযোগী আসামীরা হাতে রামদা, ছুরি, ছ্যান, লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠি নিয়ে ভিকটিমের উপর অর্তকিত হামলা চালায়। ধৃত আসামী রাজ্জাক মুন্সী তার হাতে থাকা গরু জবাই করা ছুরি দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বাম পাজরের নিচে কোপাইয়া গুরুতর রক্তাক্ত জখম করে ফলে ভিকটিমের পেটের নাড়িভুড়ি পর্যন্ত বের হয়ে যায়। তখন ধৃত আসামীর সহযোগী আসামীরাও ভিকটিমকে এলোপাতাড়ী কোপাইয়া ও মারপিট করে জখম করে। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মহসিন আকন গত ০৮/০৯/২৪ তারিখ ঢাকায় মৃত্যুবরণ করে।

উক্ত সংক্রান্তে মামলা রুজু হলে মামলাটি গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং সিপিএসসি কোম্পানী, বরিশালের একটি বিশেষ যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ইং-১১ অক্টোবর ২০২৪ তারিখ ২০:৪৫ ঘটিকায় বরিশাল জেলার সদর থানাধীন রাহাত-আনোয়ার হাসাপাতাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী রাজ্জাক মুন্সী (৩২), পিতা- মৃত শাহজাহান মুন্সী, গ্রাম- এওজ, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর’কে গ্রেফতার করে। ধৃত আসামীকে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানার মামলা নং-১৯, তারিখঃ ০৯/০৯/২৪, ধারা-১৪৩/৩৪১/ ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড মুলে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!