কালকিনি
মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চার হাজার ৮১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ^াস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মো. আব্দুল বারী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সঞ্জয় কুমার, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব নাসিরউদ্দিন ফকির লিটন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসেন, সঞ্জয় বাড়ৈ ও মো. সুলতানুল হক প্রমুখ।
Leave a Reply