মো. জাফরুল হাসান, কালকিনি
মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশকে স্বরচিত কবিতার সৌজন্য কপি উপহার দিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মালেকুজ্জামান মালেক। বিশিষ্ট কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মালেকুজ্জামান মালেকের স্বরচিত ‘ভালোকে ভালো বলা’ কবিতার সৌজন্য কপি আজ রোববার সকালে ইউএনওর নিজস্ব কার্যালয়ে বসে তার হাতে তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ^াস ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রমুখ।
বিশিষ্ট কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মালেকুজ্জামান মালেক বলেন, আমি কবিতা লিখে আনন্দ পাই। তাই আমি কবিতা লিখি। আর কবিতার মাধ্যমে এই দেশের অনেক কিছু তুলে ধরে আমার মনে শান্তি পাই।
Leave a Reply