1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolutionbd@gmail.com : support :
মাদারীপুরে ‘মরা ইটেরপুল খাল পেলো প্রাণ’: পরিস্কার করলো বিডি ক্লিন - Madaripur Protidin
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  সত্তরোর্ধ্ব   বৃদ্ধাকে পেটানোর ঘটনায় দুইভাই গ্রেপ্তার মুকসুদপুরে গৌতম গাইন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন রাজৈরে একজন সংগ্রামী নারীর জীবন ও জীবিকা রাজৈরে কাগজ নিয়ে খেলা করায় ৭ মাদ্রাসাছাত্রকে বেত্রাঘাতে পিটিয়ে আহত। স্বজনরা শিক্ষককেও মারপিট করে ডাসারে দুই কিশোরকে বেঁধে মারধরের ঘটনা ফেসবুকে ভাইরাল মাদারীপুরে ৭ দিনব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন রাজৈরে হত্যা মামলায় নির্দোষীকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন। রাজধানীর বসুন্ধরা থেকে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ (পুলি)’কে সাভার থেকে উদ্ধার যৌতুকের দায়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামী মোঃ শামীম শেখ গ্রেফতার করেছে র‌্যাব পটুয়াখালিতে ধর্ষন মামলার আসামী গ্রেফতার

মাদারীপুরে ‘মরা ইটেরপুল খাল পেলো প্রাণ’: পরিস্কার করলো বিডি ক্লিন

  • প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১.১৫ পিএম
  • ২৪৮ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুর পৌর শহরের ইটেরপুল থেকে পাথুরিয়ারপাড় খালের ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেয়া জেলা প্রশাসন। জেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে মাদারীপুরে এসেছে ‘বিডি ক্লিন’র প্রায় শতাধিক সেচ্ছাসেবক। তারাই এ খালের ময়লা, আবর্জনা আর বর্জ্যের ভাগাড় নিমিষে পরিষ্কার করেন।

শুক্রবার (৮ নভেম্বরর) সকাল ১০ টায় মন্টারপোল এলাকায় খালের ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. তানিয়া ফেরদৌস। এমন উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে আহবান জানান তিনি। এসময় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরও এ কাজে সহযোগিতা করেন।

বিডি ক্লিনের সব সদস্যরা প্রথমে ইটেরপুল খালের আহমাদিয়া কামিল মাদ্রাসার সামনে জড়ো হন। এরপরে শপথ বাক্য পাঠ করে মন্টারপোল এলাকা থেকে নেমে পড়ে খালের ময়লা আবর্জনা পরিষ্কারের কাজে। এসময় অন্তত তাদের শতাধিক স্বেচ্ছাসেবক কর্মী বাহিনী এই কাজ করেন। ময়লা আবর্জনাপূর্ণ এ খালের কচুরিপনা, ময়লার স্তূপ, পলিথিন, মরা গাছসহ নোংরা আবর্জনা পরিস্কার করেন। তখন উৎসুক জনতা তাদের এ কাজে প্রংশসা করেন।
জানা গেছে, মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে পৌর শহরের ইটেরপুল থেকে খালটি শুরু হয়ে পাথুরিয়ারপাড় পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার বিস্তৃত। এই খাল ঘিরে এক সময় মানুষের জীবন জীবিকা নির্বাহ হতো। তবে বর্তমানে খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

পৌর এলাকার বিভিন্ন ময়লা আর আবর্জনার এসে আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল এই খালটি। ফলে খালটি উদ্ধার আর পরিষ্কার পরিচ্ছন্ন উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার। এমন উদ্যোগকে আমন্ত্রণ জানান সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’। এদিকে জেলার বিভিন্ন নদ নদী পরিষ্কারের পাশাপাশি পর্যটন এলাকা শকুনী লেককেও আরও আর্কষণীয় করতে বিডি ক্লিনকে সঙ্গে নিয়ে এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসনের।

কুকরাইল এলাকার বাসিন্দা ও সাংবাদিক এসএম আরাফাত শরীফ বলেন, ‘এ খালটি প্রায় মরেই গিয়েছিল। সরু আর আবর্জনায় পানি প্রবাহ প্রায় বন্ধই হয়েছিল। তবে এখন বিডি ক্লিন যে কাজটি করলো, তাকে হয়ত খালে প্রাণ ফিরে পাবে। তাই বিডি ক্লিনের সকল সদস্যদের ধন্যবাদ জানাই। আগামীতেও এমন উদ্যোগ নিবেন বলে আশা রাখি।’
পরিস্কার অভিযানের উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. তানিয়া ফেরদৌস বলেন, ‘খালটি সৌন্দর্য রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। বিডি ক্লিনের সদস্যরা এই খালের নর্দমা পরিষ্কার করে যে উদারতার দেখিয়েছেন, তা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আর নিজ নিজ ময়লা আবর্জনা নিদিষ্ট স্থানে ফেলে নিজের আঙ্গিনার পাশাপাশি শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!