কালকিনি
পুষ্টিকর খাদ্য প্রাপ্তি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে একটি কৃষী বাজার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে ডাকবাংলো মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগীতায় এই বাজারের কার্যক্রম উদ্বোধন করা হয়। বাজার উদ্বোধন শেষে উপস্থিত সকল সবজী বিক্রেতার মাঝে বিনামূল্যে ছাতা বিতরন করা হয়। এসময় উস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক উত্তম কুমার দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস ও উপ-সহকারী প্রকৌশলী লিটন হোসেন প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক উত্তম কুমার দাশ বলেন, ইজারা বিহীন সপ্তাহে প্রতিদিন সকাল ৭ টা থেকে ১১ পর্যন্ত কম দামে টাটকা ও বিষমুক্ত ভাবে কৃষকদের উৎপাদিত সকল ধরনের সবজি এ বাজার থেকে ক্রেতারা কিনতে পারবে।
Leave a Reply