মাদারীপুর
মাদারীপুর, ১৬ মার্চ ২০২৫ (রবিবার): বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এর মাত্রা উল্লেখযোগ্যহারে বেড়ে গেছে। ঘরে-বাইরে, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই এর ভয়াবহ শিকার হচ্ছেন কন্যাশিশুসহ সকল বয়সী নারী। নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় সারা দেশে নারীর প্রতি সহিংসতায় দেশবাসী আতংকগ্রস্থ সময় অতিবাহিত করছে। এই প্রেক্ষাপটে নারী ও শিশুর প্রতি ধর্ষণ ও সহিংসতা রোধে ও সকল অপরাধের বিচার নিশ্চিত করার দাবি নিয়ে সারা বাংলাদেশে ৪৫ টি সনাক ও টিআইবি, ঢাকা এর সাথে একযোগে সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর আজ সকাল ১১.০০ টায় মাদারীপুর শহরস্থ প্রেসক্লাব এর সামনে মূল সড়কে মানববন্ধন এর আয়োজন করে। মানববন্ধনে প্রায় ৬০ জন নাগরিক অংশগ্রহণ করেন। (নারী-৩৫) উক্ত মানববন্ধনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সনাকের সদস্যবৃন্দ, ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) সহ টিআইবি’র কর্মীগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীগন সম্প্রতি মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাসহ নানাবিধ ঘটনা জনমনে দাগ কেটেছে এবং মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে বলে তাদের বক্তব্যে প্রকাশ করেন। সনাক, মাদারীপুর মনে করে একটি ন্যায়ভিত্তিক, জ্ঞান নির্ভর, শোষনমুক্ত, দুর্নীতিমুক্ত, মানাবিক ও শক্তিশালী সমাজ ও রাষ্ট্র গঠনে নারী ও শিশুর প্রতি এহেন নৃশংস আচরণ শুধু অন্তরায়-ই নয়, বরং বিশ্ব মানবতার জন্য মারাত্বক হুমকিস্বরূপ। একই সাথে দেশে স্থিতিশীলতা ও সামাজিক জীবনে নিরাপত্তা নিশ্চিতকরনের পথে সুস্পষ্ট অন্তরায়। তাই, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে না পারলে একটি নিরাপত্তাহীন ও ভারসাম্যহীন সমাজব্যবস্থার আতংক জনমনে আরও তীব্রতর হবে। মাদারীপুরের সনাক সভাপতি খান মো. শহীদ বলেন, বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ ও সহিংসতা সম্প্রতি বেড়েই চলেছে, তাই অতিদ্রুত মাগুরার আছিয়াসহ সব ধর্ষণ ও হত্যাকান্ডের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। সনাক সদস্যগন রাষ্ট্রীয় ও সামাজিকভাবে ধর্ষণকারীদের ঘৃন্য অপরাধগুলোকে ব্যক্তি পর্যায় থেকে ও সংঘন্ধভাবে রুখে দিতে হবে। আইনপ্রয়োগকারী সংস্থাগুলিকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালন করতে হবে। সনাক, ইয়েস এবং এসিজি সদস্যদেরকে পরিবার ও সমাজ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হয়। মানববন্ধন থেকে সকলেই দুর্নীতি এবং নারী ও শিশু নির্যাতন এর বিরুদ্ধে গনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে দূর্বার আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এরপর টিআইবি’র প্রচারণার অংশ হিসেবে নারী ও শিশু ধর্ষণ ও সহিংসতা: বিচার চাই, নির্মূল কর; রুখে দাঁড়াও বাংলাদেশ এর উপর ধারণাপত্রটি অংশগ্রহণকারীরাসহ উপস্থিতিদের মধ্যে বিতরণ করা হয়। উল্লেখ্য, মানববন্ধনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়, সুশাসন প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়নে সনাক, ইয়েস, এসিজি ও টিআইবি নিম্নলিখিত দাবিসমূহ উত্থাপন করে।
১. বৈষম্যবিরোধী আন্দোলন ও “নতুন বাংলাদেশ”- এর মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে নারী ও শিশু ধর্ষণ এবং সব ধরনের যৌন নির্যাতন, সহিংসতা ও বৈষম্য প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এসব অপরাধের সাথে জড়িতদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার পাশাপাশি অপরাধের শিকার পরিবারকে সকল প্রকার সহায়তা প্রদান করা।
২. সকল ক্ষেত্রে ও পর্যায়ে নারীর অধিকার নিশ্চিত করা এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংস্কার ও বিদ্যমান আইনসমূহের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা।
৩. শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রসহ সকল পরিবেশ ও পরিস্থিতিতে নারীর নিরাপত্তা বিধান নিশ্চিত করা।
৪. সকল রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, পেশাজীবী সংস্থা, সকল প্রকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নারী। পুরুষের সমঅধিকার ও সমমর্যাদার সুষ্পষ্ট অঙ্গীকার ঘোষণাসহ চর্চা প্রতিষ্ঠার সমন্বিত উদ্যোগ নিতে হবে।
৫. টেকসই উন্নয়ন অর্জনের কর্মপরিকল্পনায় অভীষ্ট-৫ (জেন্ডার সমতা) ও ১৬ (শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান) কে বিশেষ গুরুত্ব দিয়ে। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের পূর্বশর্ত হিসেবে দুর্নীতি নিয়ন্ত্রণসহ আইনের শাসন নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও নানা অজুহাতে যত্রতত্র হেনস্থা রোধে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি রাষ্ট্রকে আরো সক্রিয় ভূমিকা পালন।।
৬. নারী ও শিশু নির্যাতনসহ সকল প্রকার নারী অধিকার হরণের ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানকে বিশেষ করে প্রশাসন, আইনপ্রয়োগকারী সংস্থা ও বিচারব্যবস্থায় দুর্নীতি প্রতিরোধ, শুদ্ধাচার, জবাবদিহিতা ও সার্বিক সুশাসন নিশ্চিত করা।
৭. জেন্ডার সমতা অর্জনের হাতিয়ার হিসেবে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনে নারীর অভিগম্যতা নিশ্চিত, ইন্টারনেট ও প্রয়োজনীয় ইলেক্ট্রনিক ডিভাইস সুলভ করা এবং বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অনলাইনে সহিংসতা ও নির্যাতন থেকে নারীর সুরক্ষা নিশ্চিতে সচেতনতা বৃদ্ধিসহ বিশেষায়িত জাতীয় কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা।
৮. যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবারে, কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে বা সমাজে নারী নির্যাতন প্রতিরোধ্যে কাজ করছেন-তাদের উৎসাহিত, সঠিক প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও সুরক্ষা প্রদান করা।
৯. মহামান্য উচ্চ আদালতের নির্দেশনার আলোকে সকল প্রতিষ্ঠানে অভিযোগকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তাসহ নারীবান্ধব অভিযোগ প্রদান ও নিরসনের ব্যবস্থা থাকতে হবে: নারী নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধে ব্যক্তির রাজনৈতিক ও আর্থ-সামাজিক অবস্থান, মর্যাদা ও প্রভাব বিবেচনা না করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর দ্রুত বিচার নিষ্পত্তি করা।
১০. নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে সাধারণ জনগণের ইতিবাচক মানসিকতা সৃষ্টির লক্ষ্যে কার্যকর প্রচারমূলক কার্যক্রম গ্রহণ করা।
১১. জাতীয় হেল্পলাইন ও অভিযোগ জানানোর হটলাইন নম্বরগুলোর প্রচার ও কার্যকরতা বৃদ্ধি।
Leave a Reply