মাদারীপুর প্রতিনিধি:
৫ আগষ্ট গনঅভ্যুত্থান দিবসের ১মবর্ষ উপলক্ষে রাজৈরে বিএনপির বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকাল ১০ টার রাজৈর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য বিজয় র্যালী ও আনন্দ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে সমাবেশ করে । এসমাবেশে উপজেলা বিএনপি সাবেক সভাপতি ওহাব আলী মিয়ার সভাপতিত্বে বক্তব্র রাখেন প্রধান অতিথি মাদারীপুর বিএনপির আহবায়ক এডভোকেট জাফর আলী মিয়া, বিশেষ অতিথি জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদুর রহমান লেবু ও রাজৈর পৌর বিএনপির সভাপতি এডভোকেট মফিজুর রহমানসহ আরো অনেকে।
একই দিন, উপজেলার টেকেরহাট বন্দরে রাজৈর বিএনপি নেতা জাকির শেখ সঙ্গীয় বিএনপির নেতা কর্মীদের নিয়ে অপর একটি বিজয় মিছিল বের করে । মিছিলটি টেকেরহাট বন্দরের বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে ।
বিএনপি নেতৃবৃন্দ এ সময় বলেন, “এই দিবসটি বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের এই দিনে আমরা আমাদের নেতা-কর্মীদের নিয়ে নতুন উদ্দীপনায় শপথ গ্রহণ করছি।”