মাদারীপুর প্রতিনিধি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষে রাজৈর উপজেলার কর্মকর্তাবৃন্দ, সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলা মিলনায়তনে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রদান অতিথি জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, রাজৈর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোনায়েম জাভেদ সারজিল, মাদারীপুর আনসার কমানেডন্ট শুভ্র চৌধুরী, জেলা নির্বাচন অফিসার ফরিদ আহম্মেদ, রাজৈর থানা ওসি তদন্ত মোঃ নুরুল আমীন প্রমুখ। এর আগে হ্যা ও না ভোটের লিফলেট বিতরন করেন এবং নির্বাচনের সমস্যা সমূহ চিহ্নিত করে সমাধান নিয়ে আগত অতিথি বৃন্দের বক্তব্য শুনেন।