1. : deleted-lq3vXzn1 :
  2. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  3. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  4. jmitsolutionbd@gmail.com : support :
  5. : wp_update-1720111722 :
রোববার রাজৈরের কদমবাড়ীতে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম কুম্ভমেলা। সমাগম হবে প্রায় ২৫ লক্ষাধিক পুণ্যার্থীর - Madaripur Protidin
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মন্দিরের হিসাব নিয়ে দ্বন্ধে রাজৈরে কৃষককে পিটিয়ে হত্যা: দোষীদের বিচারের দাবীতে মাদারীপুরে মানববন্ধন অপশক্তি রুখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন মাদারীপুরে নবাগত ডিসি মাদারীপুরে কাওয়ালী সংগীতানুষ্ঠান বহিরাগতদের হামলায় পন্ড: তিন জন আহত আওয়ামীলীগ হলো নাটক আর নায়ক-নায়িকাদের সংগঠন: আল্লামা মামুনুল হক অন্যায়-অপরাধ করলে আমার বিরুদ্ধে নির্বিঘেœ লিখবেন: মাদারীপুরে নবাগত এসপি কাপড়ের রং মিশিয়ে আইসক্রীম তৈরি: মাদারীপুরের শিবচরে আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের ডাসারে সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়ি দখল মুক্ত করলেন প্রশাসন কালকিনিতে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল মাদারীপুরে প্রতিপক্ষের আঘাতে আহত ইউপি সদস্য চিকিৎসাধীন মারা গেলেন মাদারীপুরে অবৈধ ড্রেজার বন্ধে আটক ৩, এক লাক টাকা জরিমানা

রোববার রাজৈরের কদমবাড়ীতে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম কুম্ভমেলা। সমাগম হবে প্রায় ২৫ লক্ষাধিক পুণ্যার্থীর

  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩, ২.০২ পিএম
  • ১১০ জন পঠিত

মিলন খোন্দকার, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি। ॥
মাদারীপুরের রাজৈরের কদমবাড়ীতে ২৮মে থেকে ৩দিন ব্যাপী শতাধিক বর্ষের ঐতিহ্যবাহী ‘কুম্ভমেলা’ শুরু হতে যাচ্ছে। সমাগম হবে প্রায় ২৫ লক্ষাধিক পুণ্যার্থীর। গত কয়েক বছর বৈশি^ক মহামারী করোনা ভাইরাসের কারণে এ মেলা মেনভাবে অনুষ্ঠিত না হওয়ায় এবারের আয়োজন হচ্ছে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে । মেলাকে ঘিরে পুরো মাঠ জুড়ে বসে সারি সারি দোকান। এসব দোকানে পাওয়া যায় পছন্দের সব জিনিসপত্র। আয়োজকরা বলছেন, দিন দিন মেলার জনপ্রিয়তা বাড়ায় দেশ ও বিদেশের বিভিন্নস্থান থেকে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। মেলায় আগত মানুষের নিরাপত্তায় সর্তক অবস্থায় থাকে আইনশৃঙ্খলা বাহিনী। রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান জেলা সদর আমার অতিরিক্ত পুলিশ চেয়েছি। প্রায় শতাধিক পুলিশ মেলার নিরাপত্তার দায়িত্বে থাকবে। বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য শাজাহান এমপি, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা ও ওসি মোঃ আলমগীর হোসেন মেলার স্থান পরিদর্শন করে দিক নিদের্শনা দিয়েছেন।

জানা যায়,নানা রকমের বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ-গান করতে করতে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসেন মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ির মহামানব শ্রী শ্রী গনেশ পাগল সেবাশ্রমে। সত্য যুগে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনে যে অমৃত সুধা উঠেছিল তা চারটি কুম্ভ পাত্রে হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী ও নাসিক এ চারটি স্থানে রাখা হয়েছিল। এ ঘটনার পর থেকে মুনি ঋষিরা কুম্ভ মেলার আয়োজন করে আসছেন। ১৩৯ বছর পূর্বে জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখে ১৩ জন সাধু ১৩ সের চাল ও ১৩ টাকা নিয়ে রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড় ভারতের কুম্ভমেলাকে অনুসরণ করে এ মেলার আয়োজন করেন।

সেই থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড় শ্রীশ্রী গনেশ পাগল সেবাশ্রমে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এক রাতের মেলা হলেও মেলা চলে সপ্তাহ ব্যাপী। সমাগম ঘটছে প্রায় ২৫ লক্ষাধিক মানুষের। ২৭ তারিখ সকাল থেকেই দলে দলে জয় ডংকা বাজিয়ে ও জয় হরিবল ধ্বণি করতে করতে সাধু সন্যাসী ও ভক্তবৃন্দরা বাসে,ট্রাকে,ট্রলারে ও পদব্রজে আসে মেলা প্রাঙ্গণে। বরিশাল,রাজশাহী, বগুড়া,চিটাগং,রংপুর, যশোর, খুলনা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, গৌরনদীসহ দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে মানুষ আসে। এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও অন্যান্য রাষ্ট্র থেকেও বহু ভক্তবৃন্দ আসে ঐতিহ্যবাহী এ কামনার মেলায়। এ মেলা উপলক্ষে প্রায় ৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বসে সারি সারি নানা রকমের দোকান। এসব দোকনে পছন্দের জিনিস সুলভে কিনতে পেরে খুশি ক্রেতারা।

মাদারীপুর কদমবাড়ী মহামানব শ্রীশ্রী গনেশ পাগল কুম্ভ মেলা উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রণব বিশ্বাস বলেন, মেলায় আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সুবিধার্থো মোবাইল নেটওয়ার্ক পেতে ভ্রাম্যমান গ্রামীন টাওয়ার স্থাপন, স্যানিটেশন ব্যবস্থা, দুপরে ও রাতে খেচুরী এবং বিকেলে চিড়া-গুড়(মিঠাই দেয়া হবে। এ ছাড়ার রাতে থাকার জন্য মাঠে সামিয়ানা টাঙ্গিয়ে দেয়া হবে॥ পাশাপাশি থাকবে পুলিশী প্রহরা। উপজেলা নিবাহী অফিসার উপমা ফারিসা জানান মেলার স্থান পরিদর্শন করেছি। সবরকম ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশাকরি ভালভাবেই মেলা শেষ।

###

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION