1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
অবৈধ পথে ইউরোপ যাত্রা : ৩১ লাখ টাকা দিয়েও সন্ধান নেই মাদারীপুরের শাওন হাওলাদারের - Madaripur Protidin
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট শ্রীপুর থেকে ১৪ বছর বয়সী  এক শিশু কে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন স্বপন গ্রেফতার মাদারীপুরে প্রবীন দিবস পালিত

অবৈধ পথে ইউরোপ যাত্রা : ৩১ লাখ টাকা দিয়েও সন্ধান নেই মাদারীপুরের শাওন হাওলাদারের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ২.৫৪ পিএম
  • ৩০৩ জন পঠিত

মাদারীপুুর সংবাদদাতা।।
কয়েক ধাপে দালালদের ৩১ লাখ টাকা দেয়া হলেও গত এক মাস ধরে কোন সন্ধান নেই মাদারীপুরের শাওন হাওলাদারের। অবৈধ পথে ইউরোপ যাত্রায় প্রায় দেড় বছরের বেশি লিবিয়ায় গেইম ঘরে বন্দি থাকার পর গত এক মাস ধরে পরিবারের সাথে কোন যোগাযোগ নেই শাওনের। এতে করে একদিকে দেনার দায়ে ও অন্যদিকে ছেলের শোকে দিশেহারা পুরো পরিবার।

সরেজমিনে গেলে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের হাজির হাওলা গ্রামের মো. মোস্তফা হাওলাদার ও শিরিন আক্তারের ছোট ছেলে শাওন হাওলাদার। গত ২০২২ সালের মার্চ মাসে ইতালি যাবার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় চুক্তি করেন একই উপজেলার ছয়না গ্রামের দালাল শাহ আলম মৃধার সাথে। তার সাথে কথা হয় এই টাকায় তাকে ইতালী পৌছে দিবেন। পথে যত ঝামেলা হবে সব তিনি দেখবেন। পরে শাওন হাওলাদার লিবিয়ার পৌছানোর কয়েকদিন পর ঐখানের দালালরা তার পরিবারের কাছে ফোন দিয়ে বলেন শাওনকে গেইম ঘরে রাখা হয়েছে। তাই গেইমে উঠানোর জন্য ৭ লাখ ৩০ হাজার দিতে হবে। তাদের কথামতো ব্যাংকের মাধ্যমে সেই টাকা দেয়া হয়। এরপর শাওনকে কয়েক বার লিবিয়ার মাফিয়াদের হাতে কেনা-বেচা হয়। একাধিকবার পুলিশের হাতে বন্দিও হতে হয়েছে শাওনকে। চলে অমানবিক নির্যাতন। এরপরও আবারও শাওনের পরিবারের কাছে ১১ লাখ টাকা চান। ফোন দিয়ে শাওন তার পরিবারকে জানান, যেভাবেই হোক টাকা যোগাড় করে দিতে বলেন, তা না হলে মাফিয়ারা তাকে মেরে ফেলবে। এরপর নিজেদের থাকার ঘরসহ শাওনের মা তার বাবার বাড়ি থেকে পাওয়া জমি সব বিক্রি করে ১১ লাখ টাকা দেন। এভাবেই কয়েক দফায় তারা ৩১ লাখ টাকা দিয়েছেন। সর্বশেষ গত এক মাস আগে শাওন তার পরিবারের সাথে যোগাযোগ করেন। এরপর আর কোন যোগাযোগ করেননি শাওন। বর্তমানে শাওন নিখোঁজ থাকায় পুরো পরিবার ভেঙ্গে পড়েছেন। একদিকে দেনার দায় অন্যদিকে ছেলে নিখোঁজ হওয়ায় কোন উপায় না পেয়ে গত ১৬ অক্টোবর শাওনের মা শিরিন আক্তার বাদী হয়ে আদালতে মামলা করেন।

মামলার বিবরণে জানা গেছে, শাওনের মা শিরিন আক্তার বাদী হয়ে মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় মাদারীপুর সদর উপজেলার ছয়না গ্রামের শাহ আলম মৃধা (৫০) ও তার স্ত্রী মাকসুদা বেগম (৪৫), তাদের ছেলে তুহিন মৃধা (২৮) ও আরেক ছেলে তুষার মৃধা (২৫) এবং হাজীর হাওলা গ্রামের আবু কালাম তালুকদারের (৪৫) নামে মামলা করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন আছে।

নিখোজ শাওনের বড় ভাই শিমুল হাওলাদার বলেন, ছয়না গ্রামের শাহ আলম মৃধার সাথে ১২ লাখ ৭০ হাজার টাকার চুক্তিতে আমার ভাই শাওনকে ইতালী পাঠাই। তারা বলেন এক মাসের মধ্যেই সে ইতালী পৌছে যাবে। কিন্তু দেড় বছরের বেশি সময় হলেও শাওন ইতালী যেতে পারেনি। বরং সে গত এক মাস ধরে নিখোঁজ আছে। বিভিন্ন সময় তাদের আমরা ৩১ লাখ টাকা দিয়েছি। কয়েক মাস আগে লিবিয়া থেকে ফোন আসলে, তাদের কথা মতো ১১ লাখ টাকা নিয়ে ঢাকা যাই। সেখানে তারা আমাকে প্রায় চার ঘন্টা বিভিন্ন জায়গায় ঘুরায়। এরপর চোখ ও হাত বেধে নবীনগরের একটি নির্জন জায়গায় নিয়ে যান। এরপর কয়েকজন লোক ওই টাকা নিয়ে আবার আমাকে রাস্তায় রেখে তারা চলে যান। এছাড়াও তাদের দেয়া একাউন্ট নম্বরে ন্যাশনাল ব্যাংক লিমিটেড মাদারীপুর শাখা থেকে গত বছরের ২৬ মে ৪ লাখ ও গত বছরের ১৪ আগস্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাদারীপুর শাখা হতে ১ লাখ ৩০ হাজার এর কিছুদিন পর ওই নম্বরে আবার ২ লাখ টাকা পাঠানো হয়। এভাবে আমরা তাদের ৩১ লাখ টাকা দিয়েছি। এতো কিছুর পরও আমার ভাই এর কোন খোজ নেই।

নিখোজ শাওনের স্ত্রী ইতি আক্তার বলেন, লিবিয়ায় মাফিয়ারা আমার স্বামীকে শুধু কেনা-বেচা করেছে। নির্মমভাবে তাকে মারধরও করতো। আর সপ্তাহে একদিন করে ফোন দিয়ে দুই এক মিনিট কথা বলতে দিতো। তাই আমরা আমাদের সব কিছু বিক্রি করে, ধার দেনা করে, লোন নিয়ে এ পর্যন্ত ৩১ লাখের বেশি টাকা তাদের দিয়েছি। এরপরও শাওন ইতালী যেতে পারেনি উল্টো তার গত এক মাস ধরে কোন সন্ধান নেই।

নিঁেখাজ শাওনের মা শিরিন আক্তার বলেন, আমার ছেলের কোন সন্ধান নেই। ও বেচে আছে নাকি মরে গেছে, কিছুই জানিনা। তাই বাধ্য হয়ে মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে মামলা করেছি। তাছাড়া দালাল শাহ আলম মৃধা আমাদের একেবারের শেষ করে দিলেন। তাদের কথামতো আমার ছেলেকে ইতালী পাঠাতে গিয়ে আজ ছেলে নিখোঁজ আছে। এ পর্যন্ত এই দালালদের আমরা ৩১ লাখ টাকা দিয়েছি। আমার শশুরবাড়ির জমি ও বাবার বাড়ি জমি যা ছিলো সব বিক্রি করেছি। এমনকি আমার বোনরা বাবার বাড়ি থেকে যে জমি পেয়েছিলো, তাও বিক্রি করে টাকা জোগাড় করেছি। এখন আমাদের থাকার ঘরটুকুও নেই। এরপর বিভিন্ন এনজিও থেকে সারে ৭ লাখ টাকা লোন করেছি। যার কিস্তি মাসে ৫০ হাজার টাকা দিতে হয়। ওই দালাল শাহ আলম মৃধা আমাদের একেবারের শেষ করো দিলো। তাই আমি ওদের শাস্তি চাই। আর আমার ছেলে যেন সুস্থভাবে ইতালী পৌছাতে পারে তারা যেন সেই ব্যবস্থা করে দেন দেন সেই দাবী জানাই।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম. সালাউদ্দিন বলেন, আমি থানায় নতুন জয়েন্ট করেছি। তাই এ ব্যাপারটা আমার জানা নেই। এ ব্যাপারে খোজ খবর নিয়ে পরে জানাতে পারবো।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন বলেন, আমরা সব সময় মানুষজনকে বোঝানোর চেষ্টা করছি, এভাবে অবৈধভাবে বিদেশ না যেতে। তবুও অনেকেই শুনছেন না। তারা গোপণে টাকা দিয়ে তাদের সন্তানদের লিবিয়া হয়ে বিদেশ পাঠাচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদেশ ফেরত ও বেকার যুবকদের নানা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। সেই প্রশিক্ষণ চলমান। তবুও তারা এই অবৈধপথে বিদেশ যাচ্ছেন। এর জন্য দরকার সচেতনতা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!