1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে বাজি ফাটানো নিয়ে দ্বন্দ্ব: দ্বিতীয় দিনে ফের সংঘর্ষে পুলিশের গাড়ী ভাংচুর, এএসপি সহ অর্ধশত আহত, ককটেল বিস্ফোরণ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ। - Madaripur Protidin
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট শ্রীপুর থেকে ১৪ বছর বয়সী  এক শিশু কে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন স্বপন গ্রেফতার মাদারীপুরে প্রবীন দিবস পালিত

রাজৈরে বাজি ফাটানো নিয়ে দ্বন্দ্ব: দ্বিতীয় দিনে ফের সংঘর্ষে পুলিশের গাড়ী ভাংচুর, এএসপি সহ অর্ধশত আহত, ককটেল বিস্ফোরণ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ।

  • প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১০.৩১ এএম
  • ৩৫৪ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে বাজি ফাটানো নিয়ে দ্বন্দ্বের জেরে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। আঞ্চলিকতায় রুপ নেয়া সংঘর্ষ্ আরো  ব্যাপকভাবে  ছড়িয়ে পড়ে।   সংঘর্ষকালে পরস্পর প্রতিপক্ষরা দোকানপাট ভাংচুর,  বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, পুলিশের গাড়ী ভাংচুর, ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলমসহ পুলিশের বেশ কয়েকজন সদস্যসহ অন্তত অর্ধশত আহত হয়। পরে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘন্টা যৌথ প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ৪ ঘন্টাব্যাপী রাজৈর উপজেলা সদরের বেপারীপাড়া ব্রিজের মোড়ে বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওসি তদন্ত সঞ্জয় কুমার জানান, রোববার বিকেলে বিবদ্যমান উভয়পক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয়- আজ সোমবার(১৪-৪-২৫) সকাল দশটার দিকে উভয়পক্ষ থেকে ২০জন করে ৪০জন শালিস নিয়ে থানার হলরুমে বসে মীমাংসা করা হবে ।কিন্তু তারপরেও সন্ধ্যায় এ সংঘর্ষ হলো যা অতি দুঃখজনক। উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুর করতেও দ্বিধা করেনি।।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজি ফাটানোর সময় বাধা দেওয়া নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে শনিবার (১২ এপ্রিল) রাতে পশ্চিম রাজৈর ও বদরপাশা দুই গ্রামের মধ্যে প্রায় তিন ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে অন্তত ১০ পুলিশসহ ২৫ জন আহত হয়। একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রবিবার (১৩ এপ্রিল) দুপুরে দুই পক্ষের লোকজনকে ডাকলে মিমাংসার জন্য রাজি হয়। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ টার সময় শালিস মিমাংসার জন্য বসার কথা ছিল।
এরই মধ্যে রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে আবারো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময়  উত্তেজিত লোকজন বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় , দোকান ভাংচুর  ও অগ্নি সংযোগ করে।   একপর্যায়ে   সংঘর্ষ  কুমার নদের উত্তর ও দক্ষিনপারে আঞ্চলিকতা রুপ নিয়ে  ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে  । এসময়  টিয়ারশেল নিক্ষেপ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।   রাজৈর ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থালে র‌্যাব মোতায়েন করা হয়।

এ ঘটনায় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কয়েকজন পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অর্ধশত লোকজন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পশ্চিম রাজৈর গ্রামের মেহেদী মীর(২২), রাসেল শেখ(২৮), সাহাপাড়ার মনোতোষ সাহা(৫০), আলমদস্তারের তাওফিককে(৩৭) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম রাজৈর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন।  এছাড়া বাকি আহতরা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

রাজৈর বিএনপির সভাপতি ওহাব মিয়া ও সাধারন সম্পাদক  জাহিদুর রহমান লেবু    জানান,   উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রনে আপ্রান চেষ্টা চালানো হচ্ছে। আশাকরি প্রশাসনের সমম্বয়ে সমাধান করতে পারবো।

রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। পুলিশ অতি সাহসীকতার সাথে সংঘর্ষ মোকাবেলা করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনি আরও বলেন, এ নিয়ে ৪ ধাপে এই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হলো। পুলিশের উপর হামলা হইছে। এ ঘটনায় আমরা বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। কিন্তু সেই দায়ভার কাউকে দিতে চাই না। আসা করি সকলের সহযোগিতায় এ সমস্যা দ্রুতই সমাধান করতে পারবো। আমরা চাই এই ঝামেলা থেকে তারা বের হয়ে আসুক।

উল্লেখ্য, ঈদ পরবর্তী সময় গত ২ এপ্রিল রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফাটায় বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ আকন ও তার বন্ধুরা। এসময় ওই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুরা মিলে তাদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত ৩ এপ্রিল সকালে রাজৈর বেপারিপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। পরে আহত জোবায়েরের বড় ভাই অনিক খান (৩১) বাদি হয়ে জুনায়েতকে প্রধানসহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ক্ষোভে ফুসে ওঠে উভয় গ্রামের লোকজন। একপর্যায়ে আজ শনিবার (১২ এপ্রিল) রাতে দুই গ্রাম পশ্চিম রাজৈর ও বদরপাশার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। কয়েকঘন্টা ব্যাপি এ সংঘর্ষ চলে। এসময় ব্যপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ও সেনাবাহিনী এসে ঘন্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুই ওসি ও অন্তত ১০ পুলিশ কর্মকর্তা-সদস্যসহ ২৫ জন আহত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!