অফিস রিপোটঃ ঢাকা জেলার সাভার থানাধীন এলাকা হতে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং একাধিক মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ স্বপন’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব জানায়, ৬জুন র্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযানপরিচালনা করে ৬৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করতে স্বক্ষম হয় কিন্তু র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীর ানদী সাঁতরে পালিয়ে যায়। পরবর্তীতে সাভার মডেল থানায় পলাতক ৩ জনকে আসামী করে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। ঘটনার পরপরই র্যাব-৪ এর গোয়েন্দা দল পলাতক আসামীদের অবস্থান শনাক্তে উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ৮জুন গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় যে উক্ত মমলার ১ নং পলাতক আসামী সাভারের ফিরিঙ্গীকান্দী এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং একাধিক মাদক মামলাসহ উক্ত মামলার ১ নং এজাহার নামীয় পলাতক আসামি মোঃ স্বপন মিয়া (৩৮), জেলা-ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।