1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়ায় মাদারীপুরে সেতু নির্মাণে বাধায় কাজে ধীরগতি। নির্মান কাজ শেষ হলে রাজৈরের সাথে দুরুত্ব কমবে প্রায়৫০ কিলোমিটার - Madaripur Protidin
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
১০৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় র‌্যাব-৪ এর অভিযানে হাতেনাতে ২ জন গ্রেফতার রাজৈরে জামায়াতে ইসলামের বিশাল সমাবেশে দাড়িপাল্লা মার্কায় ভোট দেয়া আহবান কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মাদারীপুরের ডাসারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মাদারীপুরের শিবচরে বিল পদ্মা নদীতে উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীদের ঢল বসতবাড়ির খড়ের পালায় মাদক: র‌্যাব-৪ এর অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১ বরিশালে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম পলাতক আসামী গ্রেফতার

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়ায় মাদারীপুরে সেতু নির্মাণে বাধায় কাজে ধীরগতি। নির্মান কাজ শেষ হলে রাজৈরের সাথে দুরুত্ব কমবে প্রায়৫০ কিলোমিটার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২.৩৯ পিএম
  • ৮২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি ঃ
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের উপর কলাতলা-নিলখী সেতু নির্মাণ কাজের জন্য ভূমি অধিগ্রহন করা হয়। কিন্তু অধিগ্রহন জনিত ক্ষতি পূরণের টাকা এখন পর্যন্ত না পাওয়ায় অধিগ্রহণের টাকার পাওয়ার দাবীতে সেতুটির চরকামার কান্দি প্রান্তের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় জমির মালিকরা। সেতুটির ৩৫ শতাংশ কাজ সম্পন্ন হলেও জমি অধিগ্রহণের টাকা পাননি বলে অভিযোগ করেছেন স্থানীয় জমির মালিকরা। তবে, খুড়িয়ে খুড়িয়ে চলছে সেতুটির কলাতলা প্রান্তের নির্মাণকাজ । জমির ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভে রয়েছে স্থানীয়দের । দ্রুত এই সমস্যার সমাধান না হলে, কাঙ্খিত সময়ে সেতুর কাজ সম্পন্ন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেতুটির নির্মান কাজ শেষ হলে মুকসুদপুর, রাজৈর ও টেকেরহাট বন্দরের সাথে দুরুত্ব কমবে প্রায় ৫০ কিলোমিটার ।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্বাবধায়নে মাদারীপুর এলজিইডি শিবচরে আড়িয়াল খাঁ নদের উপর কলাতলা- নিলখী সেতু নিমার্নের কাজ হাতে নেয় । ৯৮ কোটি টাকা ব্যয়ে ৬৭০ মিটার দীর্ঘ ও ৯.৮৩ মিটার প্রস্থের এই সেতুর নির্মাণকাজ ২০২৩ সালের ১ অক্টোবর শুরু হয় । ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বিভিন্ন কারনে কাজের শুরুর দিকে ধীরগতি ছিল কাজের। যার কারনে সেতু নির্মানের কাজে কাঙ্খিত অগ্রগতি হয়নি । বর্তমানে ৩৫ শতাংশ কাজ শেষ হওয়ার পরেও ভূমি অধিগ্রহণের ক্ষতি পূরণের টাকা না পাওয়ায় সেতুর কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। নির্মাণাধীন এই সেতুটি আড়িয়াল খাঁ নদের দুই প্রান্তের কলাতলা ও নিলখীকে সংযুক্ত করবে । যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় একটি আমুল পরিবর্তন আনবে বলে আশা করা যাচ্ছে। সেতুটি নির্মিত হলে মাদারীপুর জেলার শিবচর ও রাজৈর উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজতর হবে। স্থানীয়দের মতে, সেতুটি চালু হলে রাজৈর উপজেলা সদর ও টেকেরহাট বন্দর এবং গোপালগঞ্জের মকসুদপুর থেকে শিবচরে প্রবেশের পথ প্রায় ৫০ কিলোমিটার কমে আসবে।

না প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানায়, কলাতলা প্রান্তে তাদের জমির উপর দিয়ে সেতু নির্মানের জন্য জমি অধিগ্রহন করে সরকার। সেতুর কাজ তিনভাগের একভাগ হয়ে গেলেও একন পর্যন্ত ক্ষতি পূরনের টাকা পাননি তারা। তাই তারা সেতুর কাজ করতে নিষেধ করে দিয়েছেন। ক্ষতি পূরনের টাকা না পেলে সেতুর কাজ করতে দেবেন না তারা। দ্রুত যেন তারা ক্ষতি পূরনের টাকা পান তার জন্য সরকারের কাছে দাবি জানান তারা। তবে সেতুটির নির্মান কাজ দ্রুত শেষ হউক এটা আমরাও চাই।

এই বিষয়ে মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়া জানান, “সেতুর কাজ দ্রুতগতিতে চলছে। আপাতত একপাশের কাজ বন্ধ থাকলেও, নদের অপর পাশের কাজ চলমান আছে।অধিগ্রহনকৃত জমির মালিকদের কাগজপত্র পরীক্ষানিরীক্ষা করতে একটু সময় লাগছে। সকলের একটু ধর্য্য ধরা উচিত । প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সংশয়ের কিছুই নেই। এ বিষয়ে কাজ চলমান আছে । ওখানে (আড়িয়াল খা নদের সেতু প্রান্তে) কিছু জায়গা নদীর রয়েছে। যে কারণে অধিগ্রহণের কাজ কিছুটা ব্যাঘাত ঘটছে। আমরা কাগজপত্র ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে একটা সিদ্ধান্ত আসলেই আমরা অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা শেষ করে স্থানীয়দের নিয়ে বিষয়টি সমাধান করতে পারবো। ক্ষতিগ্রস্থ সকলেই ক্ষতিপূরণ পাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!