মাদারীপুর অফিস রিপোর্ট: মাদারীপুরে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন ও সুশাসন প্রতিষ্ঠায় সনাক-টিআইবি’র সাথে কাজ করার অঙ্গীকার।
মাদারীপুর, ২৬ আগস্ট :ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-মাদারীপুর এর উদ্যোগে সনাক কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওরিয়েন্টেশন কর্মসূচিতে মাধ্যমিক শিক্ষাখাতে সনাক-টিআইবি কর্তৃক নবগঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর সদস্যবৃন্দ ও অন্যান্য এসিজি’র নতুন সদস্যগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মাদারীপুর সদর উপজেলার ০৯টি প্রতিষ্ঠানে সনাক-টিআইবি’র চলমান “পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা)” প্রকল্পের আওতায়০৯টি অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে; যারা কমিউনিটি মনিটরিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান সুশাসনের ঘাটতিসমূহ চিহ্নিত করে এবং নিরসনকল্পে উক্ত প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাদিহিতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিতভাবে এ্যাডভোকেসী কার্যক্রম পরিচালনা করছেন।
মাদারীপুর সনাকের সভাপতিখান মো. শহীদ টিআই, টিআইবি ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মসূচির শুভ উদ্বোধনী করেন। তিনি তার বক্তব্যে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে টিআইবি ও সনাকের ভূমিকা, ইয়েস গ্রুপের সক্রিয় সহযোগিতা ও স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ করে এসিজি’র কর্মের গুরুত্ব তুলে ধরেন। সনাক মাদারীপুর এর জেন্ডার ও সুরক্ষা উপকমিটির আহ্বয়ক ফরিদা ইয়াসমিন লাকী সনাকের সর্বস্তরে টিআইবি’র সুরক্ষা নীতিমালা অনুসরণের উপর গুরুত্বারোপ করেন। সনাক সহসভাপতি ও শিক্ষা উপকমিটির আহ্বায়ক এনায়েত হোসেন নান্নু দুর্নীতির বিরুদ্ধে সনাক, ইয়েস ও এসিজি’র ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখা ও সমাজের সকল পর্যায়ের জনগণকে সোচ্চার হতে আহ্বান জানান। টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: এনায়েতুল্লাহ উক্ত ওরিয়েন্টেশন কর্মসূচি পরিচালনা করেন।
দিনের দ্বিতীয়ার্ধে এসিজি’র প্যাক্টঅ্যাপ ব্যবহারকারীদের প্যাক্টঅ্যাপ ব্যবহারের মাধ্যমে কমিউনিটি মনিটরিং এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মসূচির সমাপনীপর্বে সনাক সদস্য কুমার লাভলু সকল অংশগ্রহণকারীএসিজি সদস্যগণকে টিআইবি’র দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। এছাড়া, সভায় সনাক সদস্য মহাদেব বর্মন দুর্নীতি প্রতিরোধে সামাজিক অংশগ্রহণ ও তরুনদের এগিয়ে আসার আহ্বান জানান। এসিজি’র পক্ষ থেকে সদস্যবৃন্দ প্রশিক্ষণের মূল্যায়ন শেষে দীপ্ত কন্ঠে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। সকলেই বজ্রকন্ঠে বলেন, আসুন, দুর্নীতিকে না বলি, দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলে দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি।