মাদারীপুর প্রতিনিধি। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মাদারীপুর জেলা শাখার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৬-১২-২৫) মাদারীপুর সার্বিক হোটেল মিলনায়তনে জেলা শাখার সভাপতি মো: ওলিউর রহমান কাজলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বই ব্যবসায়ের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি বাপুস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও লেকচার পাবলিকেশন লিঃ এর পরিচালক মাহমুদুল হাসান, সহসভাপতি মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ, পরিচালক আলহাজ মোঃ নকিব উদ্দীন, পরিচালক নেসার উদ্দীন আয়ুব, রাজৈর উপজেলা শাখার সভাপতি এসএম মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি খোন্দকার আবদুল মতিন, শিবচর শাখার সভাপতি ফায়েজুর রহমান ও কালকিনি শাখার সভাপতি মনিরুজ্জান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ টুটুল মৃধা।