কালকিনি
নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানার ওসি জহিরুল হক, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুবুর রহমান মুরাদ, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌসুমী বেগম, পূর্ব এনায়েত ইউনিয়ন চেয়ারম্যান নেয়ামুল আকন, এনায়েত ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরদার, রমজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলি আকবর, গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দীন লিটনসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইন শৃঙ্খলা বিষয়সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।