টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার পাঁচজন ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীরা হলো উপজেলার জৈনখোলা গ্রামের উকিল ফকিরের ছেলে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মহি ফকির (৩০), একই উপজেলার গোপালপুর গ্রামের ছিরু শেখের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী এমদাদুল শেখ (২২), মৃতঃ আবুল হোসেন কাজীর ছেলে নাসির কাজী (২৮), বোয়ালিয়া গ্রামের মোস্তফা মোল্লার ছেলে হিরা মোল্লা (২৫), ও বাহাড়া গ্রামের আক্কাস শিকদারের ছেলে রাসেল শিকদার (২৫) ।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া যুগান্তরকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে মুকসুদপুর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয় । এসময় মাদক মামলা সাজাপাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচজন পলাতক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে । আমাদের এ অভিযান চলমান থাকবে ।
Leave a Reply