অফিস রিপোর্ট ঃমাদারীপুর র্যাব-৮ গোপালগঞ্জের মুকসুদপুরে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে।।
মাদারীপুর র্যাব-৮ সুত্র জানায়, র্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় কিছু অসাধু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া নামক স্থান সংলগ্ন “মেসার্স হক ফিলিং ষ্টেশন” এলাকায় অভিযান পরিচালনা করে গোপাল দত্ত(২০) কে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে ১৯৭(একশত) পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মুকসুদপুর থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা অন্যান্য আলামতসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বাঘাট গ্রামের সুধীর দত্তের ছেলে।
Leave a Reply