নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে উপজেলায় কর্মতর সকল সাংবাদিকদের ব্যানারে আয়োজিত  ঘন্টাব্যাপী মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
(২৪ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে টেকেরহাট বন্দরে অনলাইন নিউজ পোর্টাল   বার্তা বাজারের জেলা প্রতিনিধি   সোহেল আহম্মেদ
 আকাশের  সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি কাওসার আলম মিঠু, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি এফ আর মামুন, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি  বিনয় জোয়ারদার, দৈনিক যুগান্তর প্রতিনিধি খন্দকার রুহুল আমিন মুকুল, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার শাহাদুল হোসেন, দৈনিক আজকের সংবাদ প্রতিনিধি এস এম জাকির হোসেন ডাবলু, রাজৈর নিউজের সম্পাদক ও প্রকাশক  ই এইচ ইমন, দৈনিক ডেল্টাটাইমস পত্রিকার জেলা প্রতিনিধি ও জেলা ছাত্রলীগ সদস্য সুজন হোসেন রিফাত,  দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি এমদাদুল হক টুটুল বিশ্বাস, একাত্তর প্রতিনিধি সজীব ফরাজী, রুহুল আমিন হাওলাদার, শিক্ষক মঞ্জরুল ইসলাম,দৈনিক  স্বাধীন সংবাদ প্রতিনিধি সুবল মজুমদারসহ প্রমূখ। এসময় বক্তব্যরা অতিদ্রুত ঐ  সাংবাদিক হত্যার বিচার দাবী ও আসামীদের গেরেফতারের দাবী জানান।
উল্লেখ গত ( ১৯ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিহাট পূর্ব বাজারে আঃ  লীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষ হয়।  এঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের মধ্যে এ সংর্ঘষের ঘটনায় গুরুতর আহত হয় এই সাংবাদিক। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠালে পরদিন   (২০ ফেব্রুয়ারি)  শনিবার রাত দশটার বুরহান উদ্দিন মুজাক্কিরের  মৃত্যু হয়।