রাজৈরে ” মানবিক সেবা ফাউন্ডেশন”উদ্যোগে ত্রাণ বিতরণ।
টুটুল বিশ্বাস, রাজৈর #
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নে মঙ্গলবার ১২টায় বৈরাগী বাজারে “মানবিক সেবা ফাউন্ডেশন” এর উদ্যোগে করোনারকালে কোভিক-১৯ প্রাদুর্ভাবজনিত কারণে কিছু অসহায় কর্মহীন দরিদ্র মানুষ ও ছাত্রদের মধ্যে সাময়িক সহায়তা হিসেবে ঈদে পাঞ্জাবি শাড়ি ও খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
“মানবিক সেবা ফাউন্ডেশন” এর একঝাঁক স্বপ্নবাজ তরুণ। ২০ জন কে পাঞ্জাবি,১৫ জনকে শাড়ী কাপড় ও ১৫ জন প্রত্যেকে ১কেজি চিনি,৫ কেজি চাউল,১ কেজি পোলাউর চাউল ও ১ প্যাকেট সেমাই দিয়েছেন।এ ত্রাণ পেয়ে উচ্ছ্বসিত অসহায় ও কর্মহীন মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানান করোনাভাইরাস এর পরিস্থিতি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি, বেশি বেশি গতিশীল করতে আপনাদের সকলের সরাসরি অংশগ্রহণ, সুচিন্তিত মতামত ও সার্বিক সহযোগীতা কামনা করছি।
Leave a Reply