অফিস রিপোর্টঃ ঢাকার আশুলিয়া ও রাজধানীর শাহ আলী এলাকায় বিভিন্ন অপরাধের দায়ে কিশোর গ্যাং এর ১৮ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব-৪ জানায়, র্যাব-৪ এর একটি আভিযানিক দল ১৭ মে ২০২১ ইং তারিখ ০০.২০ ঘটিকা হতে ০৪.৪৫ ঘটিকা পর্যন্ত ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ এবং রাজধানীর শাহ্ আলী থানাধীন দিয়াবাড়ী এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১ টি চাইনিজ কুড়াল, ৩ টি চাকু, ২ টি চাপাতি, ৪১০ পিস ইয়াবা এবং নগদ-৩৬৫০/- টাকাসহ অত্র এলাকায় ভীতি সৃষ্টিকারী ১৮ কিশোর অপরাধীকে গ্রেফতার করা হয়|
গ্রেফতারকৃতরা হলো মোঃ রাতুল আহমেদ (২৪), জেলা- ঢাকা, মোঃ আবু হাসনাথ রনি (২০), জেলা- মাগুরা, মোঃ সাগর (২২), জেলা- চাঁদপুর, মোঃ হৃদয় (১৯), জেলা- ঢাকা,মোঃ আব্দুল্লাহ আল মামুন (১৭), জেলা-ঢাকা, মোঃ সাকিব শেখ (১৭), জেলা- গোপালগঞ্জ, মোঃ জাহিদ (১৬), জেলা- ভোলা, মোঃ রাকিব হাওলাদার (১৭), জেলা- ঝালকাঠি, মোঃ সৌরভ (১৭), জেলা- মুন্সিগঞ্জ, মোঃ রাজন (১৬), জেলা- মুন্সিগঞ্জ, মোঃ নয়ন হোসেন (১৮), জেলা- পটুয়াখালী, মোঃ সিরাজুল ইসলাম (২০), জেলা- বাগেরহাট, মোঃ রফিক (২১), জেলা- নেত্রকোনা, মোঃ শাকিব হাওলাদার (১৯), ভোলা, মোঃ মিলন (২২), জেলা- চাঁদপুর, মোঃ আকাশ (১৯), জেলা- নেত্রকোনা, মোঃ রুবেল (২৮), জেলা- ঢাকা, মোঃ ইয়াসিন আরাফাত (১৯), জেলা- বরিশাল।
প্রাপ্ত অভিযোগ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত কিশোর অপরাধীরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই মেয়েদের ইভটিজিং এবং নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলো। এছাড়াও ঐ এলাকায় কোনো অপরিচিত লোক গেলে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো। এদের চলাফেরা ও গতি খুব দ্রুত। এরা কারো কাছ থেকে ছিনতাইয়ের পর দ্রুত সেই সামগ্রীটি পেছনে থাকা তাদের দলের অন্য সদস্যদের কাছে দিয়ে দেয়। ছিনতাইয়ের কাজে ব্যবহারের জন্য তারা সবসময় নিজেদের কাছে দেশীয় অস্ত্র রাখে। ছিনতাইকে কেন্দ্র করে এবং এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে প্রায়শই এক গ্রুপ অন্য গ্রুপের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
গ্রেফতারকৃত কিশোর অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এরুপ কিশোর গ্যাং গ্রুপের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।