টেকেরহাটে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন ।
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর বাসষ্ট্যান্ডে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান এ বিট পুলিশিং কার্যক্রম উদ্ধোন করেন । এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির মাহমুদ, রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, ওসি খোন্দকার শওকত জাহান, দৈনিক যুগান্তরের টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি খোন্দকার রুহুল আমিন প্রমুখ । পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান জানান, পুলিশের সেবা মানুষের দ্বৌরগোড়ায় পৌছানোর জন্য আমরা এ কার্যক্রম চালু করেছি ।
###
Leave a Reply