টেকেরহাট( মাদারীপুর) সংবাদদাতা॥
মাদারীপুরের রাজৈরে সরকার কর্তৃক ন্যায্য মূল্য প্রদানের লক্ষ্যে প্রান্তিক কৃষকদের নিকট হতে সরাসরি বোর ধান সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় আমগ্রাম বাজারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্ধোধন করেণ রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জানমান।
মাদারীপুর জেলা প্রশাসনের সহায়তায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সরাসরি প্রান্তিক পর্যায় কৃষকদের নিকট হতে বোর ধান সংগ্রহ অভিযান কার্যক্রম পরিচালনা করছে। বো সংগ্রহ অভিযান কার্যক্রম উদ্ধোধন অনুষ্ঠানে অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবু বিষ্ণু পদ মজু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোমরেচ হোসেন কুদ্দুছ, আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু, টেকেরহাট গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, রাজৈর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি খোন্দকার আবদুল মতিন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
Leave a Reply