ডেক্স রিপোটঃ কক্সবাজার জেলার সদর থানাধীন লিংকরোড এলাকায় চেকপোস্ট স্থাপন করে ২৪ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, এরই ধারাবাহিকতায়, র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী চট্ট্রগ্রাম হতে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহন নামক বাসে করে যাত্রী বেশে মাদকদ্রব্য গাঁজা বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ২৫জুন কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউপিস্থ ৪ নং ওয়ার্ডস্থ লিংকরোড এলাকায় প্রধান সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে বাসটি চেকপোস্টের সামনে আসলে র্যাব সদস্যগণ বাসটি থামিয়ে তল্লাশি শুরু করলে দুইজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে আসামী ১। মোঃ নাছির উদ্দিন(৩০), পিতা- মোঃ জাকির আহাম্মদ, সাং- দক্ষিণ রুমালিয়াছড়া মাটিয়াতলী পিটি স্কুলের পার্শ্বে, থানা-কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার, ২। মিনার হোসেন (১৭) পিতা-আবুল হোসেন, সাং-ফাইতং, থানা- লামা, জেলা-বান্দরবানদের ধৃত করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশী করে সর্বমোট ২৪ (চব্বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করে কক্সবাজারের জায়গায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে।গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব এলিট ফোর্স হিসেবে আতœপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন প্রকার অপরাধ নির্মূলের লক্ষে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন ধরনের অপরাধ চিহ্নিতকরণ এবং তার প্রতিরোধে র্যাব সর্বদা কাজ করে আসছে। দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং মাদকসেবী ও মাদক ক্রয়-বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের প্রতিহত করার লক্ষ্যে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে অভিযান পরিচালনা করে আসছে।
Leave a Reply