রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি। “এসেছে পল্লীর শুভদিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋন” এ স্লোগানকে সামনে রেখে কোভিড ১৯ করোনা প্রার্দুভাবে মাদারীপুরের রাজৈরে ক্ষতিগ্রস্ত ১৪৭ জন ক্ষুদ্র , কুটির, মাঝারী শিল্পে উদ্যোক্তাদের মাঝে ২ কোটি ৮৪ লক্ষ টাকা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বিআরডিবি’র প্রনোদনার ঋন বিতরন করা হয়েছে । সোমবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঋন বিতরন করা হয় ।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবু তাহের হেলালের সঞ্চালনায় এ ঋন বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান, বিআরডিবির উপ-পরিচালক সামচুন্নাহার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, পৌর মেয়র নাজমা রশীদ, , কৃষি কর্মকর্তা ফরহাদুল মিরাজ, প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ ও প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ । ৪% সরল সুদের এ ঋন গ্রহীতারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ প্রনোদনা ঋন দিয়ে তারা স্বাবলম্বী হওয়া চেষ্টা করবে।পল্লী উন্নয়ন অফিসার আবু তাহের হেলাল জানান, কোভিড ১৯ করোনা প্রার্দুভাবকালিন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রনোদনা ঋন প্যাকেজের আওতায় পল্লী এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র, কুটির, মাঝারী শিল্প খাতকে ঘুরে দাড়ানোর জন্য এ ঋন।এ ঋন বিতরনে তালিকা তৈরীতে বিআরডিবির কর্মকর্তা, কর্মচারিরা করোনাকে উপেক্ষা করে মাঠ পর্যায়ে কাজ করেছেন।