1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
৯দিনেই খুনের রহস্য উদ্ঘাটন - রাজৈরে ভ্যান গাড়ির জন্যই হত্যা করা হয় ভ্যান চালককে - Madaripur Protidin
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট শ্রীপুর থেকে ১৪ বছর বয়সী  এক শিশু কে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন স্বপন গ্রেফতার মাদারীপুরে প্রবীন দিবস পালিত

৯দিনেই খুনের রহস্য উদ্ঘাটন – রাজৈরে ভ্যান গাড়ির জন্যই হত্যা করা হয় ভ্যান চালককে

  • প্রকাশিত : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ২.৪৯ পিএম
  • ৪৯৬ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে মাত্র ৯দিনেই মধ্যে ভ্যান চালক মিন্টু শেখ হত্যাকান্ডের রহস্য উম্মোচন করে প্রশংসা কুড়িয়েছেন পুলিশ । তথ্যপ্রযুক্তি ও সোর্স ব্যবহার করে লাশ উদ্ধারের ৯ দিন পর ৪জনকে গ্রেফতারের পর হত্যাকান্ডের মোটিভ বের হয়ে আসে । একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টেকেরহাট থেকে ভ্যানটি ভাড়া করে তিন বন্ধু । পরে নুরপুর-কদমবাড়ী গ্রামীণ সড়কের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দক্ষিন নারায়নপুর গ্রামের রাস্তার পাশে নিয়ে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে মুখমন্ডল থেঁতলে দিয়ে ভ্যান গাড়িটি নিয়েমাত্র ১৩ হাজার টাকায় প্রদীপ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় । এমন চাঞ্চল্যকর ও লোমহর্ষক তথ্য বের হয়ে এসেছে ভ্যান চালক মিন্টু হত্যাকান্ডে । ৩০ অক্টোবর শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ সুপারের কার্যালয় থেকে এ তথ্য জানায় ।

প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানাযায়, গত ২১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার খালিয়া গ্রাম থেকে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বের হন রজব আলী শেখের ছেলে মিন্টু শেখ (৩৫) । পরে রাতে আর বাড়ি ফিরে আসেনি । পরের দিন শুক্রবার সকালে উপজেলার নারায়নপুর গ্রামের রাস্তার পাশে অজ্ঞাত অবস্থায় লাশটি উদ্ধার করে থানা পুলিশ । প্রথমে লাশটি অজ্ঞাত অবস্থায় উদ্ধার করলেও পরে লাশটি শনাক্ত হয় । এর পর তদন্তে নামে পুলিশ । ৯দিন টানা তদন্তে পুলিশ তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ভাবে নিশ্চিত হয় এ হত্যাকান্ডে জড়িত ৪জন । ৩০ অক্টোবর শুক্রবার রাজৈর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে উপজেলার খালিয়া ইউনিয়নের বৌলগ্রামের হরিপদ সরকারের ছেলে তম্ময় সরকার (২৪) ও পার্শ্ববর্তী সরমঙ্গল গ্রামের দেলোয়ার সরদারের ছেলে সাহেদ সরদারকে (১৯) গ্রেফতার করে । পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক চিকনদী গ্রামের আকিজ মোল্লার ছেলে রাকিব মোল্লা (২০) ও গোলাবাড়ি গ্রামের প্রেমানন্দ বৈরাগীর ছেলে প্রদীপ বৈরাগীকে (৩০) গ্রেফতার করে ।

এই ৪জন গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে হত্যার মোটিভ । তম্ময়, সাহেদ ও রাকিব এই তিন বন্ধু প্রথমে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে মদপান করে টেকেরহাট এসে রাত সোয়া ১১টার সময় অন্য একটি অনুষ্ঠানে উপজেলার চৌয়ারীবাড়ি যাওয়ার কথা বলে ১৬০/১৭০ টাকা দিয়ে মিন্টুর ভ্যানটি ভাড়া করে নিয়ে যায় । পথিমধ্যে নারায়নপুর নামক স্থানে পৌছালে ভ্যান চালক মিন্টু শেখকে (৩৫) তম্ময়, সাহেদ ও রাকিব মিলে এসএসপাইপ দিয়ে মাথায় আঘাত ও ছুরি দিয়ে গলায় কুপিয়ে এবং ইট দিয়ে মুখমন্ডল থেঁতলিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে ভ্যানটি নিয়ে যায় । পরে হত্যাকারীরা ২৩ অক্টোবর শনিবার ভ্যানটি নিকটস্থ একই উপজেলার গোলাবাড়ি গ্রামের প্রদীপ বৈরাগীর নিকট ভ্যানটি ১৩ হাজার টাকায় বিক্রি করে । পরে সাহেদ ও তম্ময় উক্ত টাকা নিয়ে টেকেরহাট সাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্্র থেকে একটি টেকনো মোবাইল সাড়ে ১২হাজার টাকা দিয়ে কিনে বাড়ি চলে যায় । মামলা

তদন্তকারী কর্মকর্তা রাজৈর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, লাশ টি পাওয়ার পর আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি ও এসএস পাইপ এবং ব্যাটারী চালিত ভ্যান ও মোবাইল সেট উদ্ধার করি । গ্রেফতারকৃত আসামীরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!