1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolutionbd@gmail.com : support :
একমাত্র আল্লাহ ছাড়া জামাত বিএনপি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে।-রাজৈরে শাজাহান খান এমপি - Madaripur Protidin
বুধবার, ০৮ মে ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বুধবার শুরু হচ্ছে ১ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন মাদারীপুরে সদর ও রাজৈরের সবক’টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ—পুলিশ সুপার সদর উপজেলা পরিষদ নির্বাচন মাদারীপুরে চাচার বিরুদ্ধে ভাতিজা শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানের সংবাদ সম্মেলন রাজৈরের কাঠপট্রিতে ভয়াবহ অগ্নিকান্ড । ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই ও ৫ দোকান আংশিক । ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি কৃষকের বসতঘরে অগ্নিসংযোগে ৮টি ছাগলসহ মালামাল লুট আশলিয়া থেকে বিপুল পরিমান জালনোট উদ্ধার তিউনিসিয়া থেকে আড়াই মাস পর দেশে এসেছে ৮ বাংলাদেশির লাশ। রাজৈর ও মুকসুদপুরের গ্রামের বাড়ীতে লাশ দাফনের প্রস্তুতি রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত । একজন আহত পিরোজপুরে সোহাগ হত্যা মামলার দুইজন পলাতক আসামী গ্রেফতার। মাদারীপুরে খাদে পড়ে থ্রি-হুইলারের চালকসহ নিহত ২ গাজীপুরের কাশিমপুর থেকে ডাকাত সর্দার জুয়েল’কে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার

একমাত্র আল্লাহ ছাড়া জামাত বিএনপি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে।–রাজৈরে শাজাহান খান এমপি

  • প্রকাশিত : সোমবার, ১ নভেম্বর, ২০২১, ৪.৪১ পিএম
  • ৩৩২ জন পঠিত

খোন্দকার আবদুল মতিন-টেকেরহাট। শেখ হাসিনাকে যারা ক্ষমতাচ্যুত করার জন্য চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে শাজাহান খান বলেন, একমাত্র আল্লাহ ছাড়া জামাত বিএনপি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না । কারন শেখ হাসিনার প্রতি আল্লাহ‘র রহমত রয়েছে। জনগনের ভালোবাসা রয়েছে, জনগনের সমর্থন রয়েছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রেখেছেন দেশের সাধারন মানুষ। তাকে বিএনপি জামাত টেনে হিচড়ে নামাতে পারবে না। দেশের সকল পেশা ও শ্রেনীর মানুষ তাকে আবারো ক্ষমতায় আনবে, আবার শেখ হাসিনা প্রধান মন্ত্রী হবেন এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যাবেন উন্নতির দিকে। রবিবার(৩১-১০-২১) রাতে রাজৈর উপজেলা মৎস্যলীগের নতুন কমিটির পরিচিত সভায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এসব কথা বলেন।

তিনি আরো বলেন বাংলাদেশে বর্তমানে মাছের ঘাটতি নেই। আগে বার্মা থেকে বড় বড় মাছ আসতো।আর এখন আমাদের দেশের মাছ বিদেশে যায়। মাছ উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ং সম্পুন্র্। পাশাপাশিমাছ উৎপাদনে পৃথিবীতে ৪র্থতম স্থানে আছে। এ কারনে মৎস্যজীবিদের সংগঠিত করে তাদের উন্নয়নের জন্যই মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মৎস্যজীবিলীগ নামের সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭১ সালে স্বাধিনতার আগে ১৯৬৯ সালে যখন গন অভ্যুত্থান হয়, তখন ওই সালের ১২ অক্টোবর শ্রমিকলীগ প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধু শ্রমিকদের সংগঠিত করেছেন। তাঁতীদের সংগঠিত করতে তাঁতীলীগ প্রতিষ্ঠা করা হয়েছে। এভাবেই বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের সংগঠিত করতে হবে। ২০১৩, ১৪, ১৫ সালে বিএনপি জামাত পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করছিল, দেশে সন্ত্রাস সৃষ্টি করেছিল, তখন নেত্রী শেখ হাসিনা নির্দেষে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলাম এবং খালেদা জিয়ার আন্দোলন বানচাল করে দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছিলাম। ৯২ ড্রাইভার হেলপাড়, ১৭জন পুলিশ, ৩জন বিজিবি জোয়ান, দুজন মুক্তিযোদ্ধা, ২জন ব্যাংক কর্মচারিসহ হকার, ফল ব্যবসায়ি, নারী ও পুরুষ আন্দোলন প্রতিহত করতে গিয়ে জীবন দিয়েছে॥

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্ম নিরেপক্ষ বাংলাদেশ গড়ে তুলে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনার হাত শক্তিশালী থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে। দেশের গ্রামীন পর্যায়ে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। যা কিছু বাকী আছে, তা শেখ হাসিনার নেতৃত্বে সম্পন্ন করা হবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উন্নয়নের দিকে। এক সময় ছিল খাদ্য ঘটতির দেশ, ভিক্ষুকের দেশ। এখন আমরা খাদ্য উৎপাদন করি। এখন আর বিদেশ থেকে খাদ্য আমদানী করতে হয় না, তিনি আওয়ামীলীগ সরকারের পদ্মা সেতু ও কর্নফুলী ট্যানেল নির্মানসহ বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরো বলেন বিএনপি সরকার স্বপ্ন দেখেছিল আকাশ দিয়ে রেল নেবে, পাতাল দিয়ে রেল নেবে, কিন্তু কোনটাই বাস্তবায়ন করতে পারে নাই। তবে আওয়ামীলীগ সরকার তা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে।

রাজৈর উপজেলা মৎস্যজীবিলীগের অফিস কক্ষে এ পরিচিতি সভায় মৎস্যজীবিলীগের সভাপতি শাহআলম মিয়া সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন, সংসদ প্রতিনিধি আফম ফুয়াদ, শ্রমিকলীগের সভাপতি সাহাবুদ্দিন সাহা, যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী, জেলা পরিষদ সদস্য নুরজাহান পারুল ও জেলা মৎস্যলীগের সেক্রেটারি রোমান মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION