টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীসহ তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন অফিস সুত্র জানায়, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী শাহীন, স্বতন্ত্রপ্রার্থী মহাসীন মিয়া ও এমএম নিজামউদ্দিন।এর আগেও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মহাসীন মিয়া নির্বাচন করে হেরেছিলেন।
সোমবার(৩-১-২২) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।বাছা্ই ০৬জানুয়ারী, প্রত্যাহার ০১২জানুয়ারী, প্রতিক বরাদ্ধ ০১৩ জানুয়ারী ও ০২৭ জানুয়ারী নির্বাচন অনিুষ্ঠিত হবে।০১৮৭৬২২ জন ভোটার ৬৪কেন্দ্রের ৪৬৫টি বুথে ভোট প্রদান করবেন।উল্লেখ্য
গত ১৩ জুলাই ভোররাত সারে ৫টার সময়ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসায়ধীন অবস্থায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ মোতালেব মিয়া মৃত্যুবরন করেন উপজেলাপেরিষদ চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায়। পরে বাইস চেয়ারম্যান শেখ ফজলূল হক বাবুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কার্যভার চালিয়ে যাচ্ছেন।