1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে চিকিৎসার অবহেলায় সদ্য ভূমিষ্ঠ শিশুর মৃত্যুর অভিযোগ । ধামাচাপা দেয়া চেষ্টা। - Madaripur Protidin
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট শ্রীপুর থেকে ১৪ বছর বয়সী  এক শিশু কে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন স্বপন গ্রেফতার মাদারীপুরে প্রবীন দিবস পালিত

রাজৈরে চিকিৎসার অবহেলায় সদ্য ভূমিষ্ঠ শিশুর মৃত্যুর অভিযোগ । ধামাচাপা দেয়া চেষ্টা।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ২.২২ পিএম
  • ৫২২ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে চিকিৎসার অবহেলায় সদ্য ভূমিষ্ঠ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে উপজেলার টেকেরহাট সেফ ডেলিভারী হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার রাত ১২টার সময় ভূক্তভোগির পরিবার ও এলাকাবাসি হসপিটালটি ঘেরাও করে চিৎকার চেচাঁমেচি করে । পরে খবর পেয়ে রাত ১২টার দিকে রাজৈর থানার ওসি শেখ সাদিক ও রাজৈর-শিবচর এসপি সার্কেল আনিসুর রহমান ঘটনাস্থলে এসে বিচারের আশ্বাস দিলে ভূক্তভোগিরা চলে যায় ।

ওই হসপিটালে স্বামী মোঃ আবুল হোসেন ও স্ত্রী হাফিজা আক্তার রত্না দু্জইনেই ডেলিভারী কাজে সর্বেসর্বা । এখানে কোন এমবিএস ডাক্তার বা ডিএমএফ বা এলএমপি নামে পল্লী চিকিৎসকও নেই। প্রভাবশালী মহল এঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভূক্তভোগি প্রসূতি জেসমিন বেগমের স্বামী রাকিব জানান, আমার স্ত্রী জেসমিন বেগমের প্রসব বেদনা উঠলে রোববার রাত ৯টার দিকে টেকেরহাট সেফ ডেলিভারী হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে ৮হাজার ৪০০ টাকায় চুক্তিতে ভর্তি করে হসপিটালের মালিক হাফিজা আক্তার রতœা । পরে রাত ১টার দিকে তারা স্বামী ও স্ত্রী মিলে প্রসূতির নরমাল ডেলিভারী সম্পন্ন করে। এসময় আমার বাচ্চার শ^াস প্রশ^াসে সমস্যা দেখা দিলে যথাযথ চিকিৎসা না দিয়ে সোমবার বেলা ১২টার সময় আমাদের হসপিটাল থেকে বাড়ি পাঠিয়ে দেয় । পরে আমার বাচ্চা রাত ১০টার দিকে মারা যায় । তিনি আরও জানান, ওই হসপিটালে কোন ডাক্তার ছিলো না । আমার বাচ্চার মৃত্যুর বিচার চাই । তবে মিমাংসা কথাবার্তা চলছে।

এব্যাপারে কথিত ডাক্তার হাফিজা আক্তার রতœা জানান, সদ্যভুমিষ্ট শিশুটি সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে গেছে। হয়ত ঠিকমত ঔষধ খাওয়াতে ভুল করায় শিশুটির মৃত্য হয়ে থাকতে পারে । তবে মিমাংসা কথাবার্তা চলছে।

হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদার জানান, ঘটনা জেনেছি। ডাক্তার ছাড়া প্রসুতির ডেলিভারী করানো কাম্য নয়, অনাকাংখিত।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ওসি শেখ সাদিক জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।

মাদারীপুর সিভিল সার্জন ডাঃ মনির আহমদ খান জানান, সংশ্লিষ্ট বিষয়ে অপ্রশিক্ষিত বা সনদ বিহিন ব্যক্তি এ কাজ করে থাকলে তদন্ত সাপেক্ষে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে। তবে সনদ বিহিন ব্যক্তিদের এ কাজে সম্পৃক্ত হবার কোন সুযোগ নেই।

টেকেরহাট বন্দরসসহ রাজৈর উপজেলা মোট ২৩টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল রয়েছে। ২/১টা ব্যাতিরেকে এ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলিতে কাগজে কলমে নিয়োগ দেয়া থাকলেও সার্বক্ষনিক এমবিএস ডাক্তার বা ডিএমএফ অথবা এলএমপি পল্লী চিকিৎসক বা প্রশিক্ষিত নার্স থাকে না । অথচ হসপিটাল চালুর করার জন্য স্বাস্থ্য বিভাগ তাদের লাইসেন্স দিয়েছেন।###

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!