মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা রির্টানিং কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তাদের সাথে মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলের শেষদিনে সর্বমোট তিনটি আসনে মোট ১৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মারুফুর রশিদ খানের কাছে মনোনয়নপত্র জমা দেন মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। এর কিছু সময় পরে মাদারীপুর-০৩ আসনের কৃষক-শ্রমিক-জনতা লীগের মনোনীত প্রার্থী কন্ঠশিল্পী নকুল বিশ^াস। পর্যায়ক্রমে সেখানে মনোনয়নপত্র জমা দেন মাদারীপুর-০১ আসনের জাকের পার্টির প্রার্থী মাসুদ শিকদার। এছাড়া মাদারীপুর-০৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ মিয়া কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা উত্তম কুমার দাশের কাছে মনোয়ননপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে সকালে সেখানে মাদারীপুর-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগমের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলীয় নেতাকর্মীরা।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মাদারীপুর-০১ আসনে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগের নৌকার প্রার্থী নূর-ই আলম চৌধুরী, জাকেরপার্টির প্রার্থী মাসুদ শিকদার, বাংলাদেশ তরিকত ফেডারেশন দলের প্রার্থী তোফাজ্জেল হোসেন খান, জাতীয় পার্টির মোতাহার হোসেন সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে মাদারীপুর-০২ আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী শাজাহান খান, জাকের পার্টির প্রার্থী মো. আসাদুজ্জামান আকন, জাতীয় পার্টির প্রার্থী একেএম নুরুজ্জামান, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী ইউসুফ আলী ও সুবল চন্দ্র মজুমদার বাংলাদেশ কংগ্রেস দল থেকে মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে মাদারীপুর-০৩ আসনে ৮ জন প্রার্থী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ মিয়া, স্বতন্ত্রপ্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, তৃনমূল বিএনপির প্রার্থী প্রবীন হালদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের মনোনীত প্রার্থী নকুল কুমার বিশ^াস, জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল খালেক, জাকের পার্টির প্রার্থী ইকবাল হোসেন খোকন মুন্সী।
Leave a Reply