আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় খেলাধুলা ও নৃত্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা ৩০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা।জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন ও উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিম শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।