মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রতিদিন শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ ভর্তি হচ্ছে হাসপাতালে। জ¦র, সর্দি, কাঁশি, নিউমোনিয়াসহ বিভিন্ন আক্রান্তের হার সবেচেয়ে বেশি। এই রোগে শুধুমাত্র গড়ে জেলা হাসপাতালেই প্রতিদিন ভর্তি হচ্ছে অর্ধশত রোগী। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলেতে ভীড় বাড়ছে রোগীদের।
মাদারীপুর জেলা হাসপাতাল ও আবহাওয়া অফিস সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে মাদারীপুরে বেড়েছে শীত। বয়ে যাচ্ছে হিমেল বাতাস। কনকনে ঠান্ডা আর বাতাস থাকায় সূর্যের দেখা মিলছে না ৫দিন ধরে। তাপমাত্রা ১০.০০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৩.৫০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। এতে বেড়েছে মানুষের মাঝে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গ্রামগঞ্জ থেকে শিশু-বৃদ্ধসহ নানান বয়সের মানুষ বিভিন্ন রোগী আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। গড়ে শুধুমাত্র জেলা সদর হাসপাতালে ঠান্ডাজনিত ভর্তি হচ্ছে অর্ধশত রোগী। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেই বাড়ছে রোগীর সংখ্যা। এই রোগ থেকে বাঁচতে গরম পোশাক পড়ার পাশাপাশি বাইরে না বের হওয়ার পরামর্শ চিকিৎসক ও নার্সদের। এছাড়া শিশুদের সার্বক্ষনিক গরম পোশাকে রাখার পাশাপাশি গরম খারাপ খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর থেকে আসা রিজিয়া বেগম বলেন, আমার আড়াই বছরের নাতী আরিয়ানকে নিয়ে হাসপাতালে এসেছি। প্রচন্ড ঠান্ডায় শুধু কাঁশি, তার সাথে বমি করতো। এখন একটু ভাল।
শহরের ট্রাকস্টান্ড এলাকা থেকে আসা দিপা বেগম বলেন, আমার ছোট মেয়ের কাঁশি থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে অবস্থা খারাপ দেখে ভয়ে পেয়ে গেছিলাম। এখন পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে।
কালকিনির উপজেলার পশ্চিম আলিপুর থেকে আসা তামান্না আক্তার বলেন, আমার মেয়ে সিনহা ইসলাম বয়স খুবই কম। মেয়ের ঠান্ডা লাগার কারনে বুকের ভেতর কফ জমে গেছে, পরে পরীক্ষানিরীক্ষায় নিউমোনিয়া ধরা পড়ে। এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের সিনিয়র স্টার্ফ নার্স ইতু বৈরাগী জানান, ঘরের বাইরে ও ঘরের ভেতর সবসময় গরম পোষাক পড়তে হবে। গরম পোষাক শরীরে থাকলে ঠান্ডাজনিত রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। এছাড়া ঠান্ডাজনিত রোগের উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে নিকটতম হাসপাতালে এসে স্বাস্থ্যসেবা নিতে হবে।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিন আরেফিন বলেন, কয়দিন ধরে প্রচন্ড ঠান্ডার সাথে শীত বাড়ছে। এতে সবাইকে সর্তক থাকতে হবে। শরীরে ঠান্ডার কোন অনূভূতি অনুভব করলে সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। এছাড়া শিশু ও বৃদ্ধদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।