মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী কপালি যুব সংঘের পক্ষ থেকে বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা করা হয়েছে। (শনিবার ১২ সেপ্টেম্বর) বিকেলে বদরপাশার কেজেএস নাট মন্দির প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক নৌমন্ত্রী মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। সাবেক যুগ্ম সচিব ও কপালি যুব সংঘের সভাপতি বাবু সুশেন চন্দ্র রায়ের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া, শিবচর সার্কেলের সিনিয়র এএসপি মোঃ আবির হোসেন, স্থানীয় সাংসদ প্রতিনিধি মাদারীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অা ফ ম ফুয়াদ, ভূমি কমিশনার রেজওয়ানা কবির, রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সাদিক, জেলা পরিষদ সদস্য জালালুর রহমান মোল্যা, সদস্য নুরজাহান পারুল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি শাহাবুদ্দিন সাহা,পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গোপা শারমিন প্রমুখ। এ সময় কপালি যুব সংগঠনের নিজ অর্থায়নে বন্যায় ও করোনায় ক্ষতিগ্রস্ত ২২০ টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ ও মাক্স বিতরণ করা হয়।
Leave a Reply