অফিস রিপোর্টঃ ঢাকার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় র্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও গুলিসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার র্যাব-৪।
র্যাব-৪ সুত্র জানায়, ১৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ রিয়াজুল ইসলাম(৩৬), জেলাঃ ঢাকা’কে গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রিয়াজুল ইসলাম অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো। আসামী মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করত না এবং কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো।
Leave a Reply