1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে শিক্ষা অফিসে দুদকের অভিযানের সংবাদ ফেসবুকে শেয়ার করায় রাজৈরের এক শিক্ষিকাকে বিভাগীয় মামলার হুমকি দিয়ে দুই কর্মকর্তার শোকজ - Madaripur Protidin
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
১০৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় র‌্যাব-৪ এর অভিযানে হাতেনাতে ২ জন গ্রেফতার রাজৈরে জামায়াতে ইসলামের বিশাল সমাবেশে দাড়িপাল্লা মার্কায় ভোট দেয়া আহবান কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মাদারীপুরের ডাসারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মাদারীপুরের শিবচরে বিল পদ্মা নদীতে উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীদের ঢল বসতবাড়ির খড়ের পালায় মাদক: র‌্যাব-৪ এর অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১ বরিশালে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম পলাতক আসামী গ্রেফতার

মাদারীপুরে শিক্ষা অফিসে দুদকের অভিযানের সংবাদ ফেসবুকে শেয়ার করায় রাজৈরের এক শিক্ষিকাকে বিভাগীয় মামলার হুমকি দিয়ে দুই কর্মকর্তার শোকজ

  • প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৮.৫৭ পিএম
  • ৩০৭ জন পঠিত

মাদারীপুরে শিক্ষা অফিসে দুদকের অভিযানের সংবাদ ফেসবুকে শেয়ার করায়
রাজৈরের এক শিক্ষিকাকে বিভাগীয় মামলার হুমকি দিয়ে দুই কর্মকর্তার শোকজ
মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুওে শিক্ষা অফিসে দুর্নীতি দমন কমিশনের অভিযানের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করার অভিযোগে রাজৈরের এক শিক্ষিকাকে একইসাথে দুই কর্মকর্তা শোকজ চিঠি পাঠিয়েছেন। এখবর বাইরে প্রচার পাওয়ার পর পুরো জেলা জুড়ে সমলোচনার ঝড় বইছে । এক কর্মদিবসের মধ্যে ওই শিক্ষিকাকে ব্যাখ্যাও দিতে বলা হয়েছে। হুমিক দেয়া হয়েছে বিভাগীয় মামলারও। বুধবার দুপুরে রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলসান আরা ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম মিয়া চিঠিতে স্বাক্ষর করেন। পরে অফিসে ডেকে চিঠি ধরিয়ে দেয়া হয় রাজৈর উপজেলার ৪২নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষ্মী বিশ^াসকে। তবে চিঠিতে স্বাক্ষর করা দুই শিক্ষা কর্মকর্তার দাবি, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই শোকজের চিঠিতে স্বাক্ষর করেছেন তারা।

জানা গেছে, সম্প্রতি মাদারীপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ দেয়া হয়। এরপর ওই শিক্ষকদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়। পদায়ন করতে শিক্ষকদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমানের বিরুদ্ধে। একই কর্মকর্তার বিরুদ্ধে ঝড়ে পড়া শিক্ষার্থীদের জন্য নির্মিত উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী ক্রয়ের অর্থের লাখ লাখ টাকা আত্মসাতেরও অভিযোগ ওঠে। দুদকের প্রধান কার্যালয়ের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে অভিযান চালায় মাদারীপুর দুদকের ৭ সদস্যের একটি টিম। যাচাই-বাছাই করা হয় প্রয়োজনীয় সব কাগজপত্র। এ সময় প্রশ্ন করলে রেগে যান অভিযুক্ত জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান। দুদকের সাথে জড়ান বাকবিতন্ডায়। তদন্ত শেষে রিপোর্ট প্রধান কার্যালয়ের প্রদান করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান দুদকের এই কর্মকর্তা।

দুই শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুদুকের অভিযান। এই সংবাদটি সরাসরি প্রচার হয় একটি বেসরকারি চ্যানেলে। এই সংবাদের লিংক শেয়ার করেন সহকারী শিক্ষিকা লক্ষ্মী বিশ^াস। সরকারি কর্মচারী হিসেবে এই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা সরকারি কর্মচারী আচরণ আইন লঙ্ঘনের সামিল। এরই প্রেক্ষিতে সহকারী শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। পাশাপাশি এক কর্মদিবসের মধ্যে চিঠির উত্তরও দিতে বলা হয়। উল্লেখ করা হয় ভাইরাল করতেই ওই সংবাদটি শেয়ার করা হয়েছে। ওই শিক্ষিকার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে চিঠিতে।
শিক্ষিকা লক্ষ্মী বিশ^াস জানান, ‘এক শিক্ষা কর্মকর্তা তার ইনবক্সে সংবাদটি দিতে বলেন। তাকে পাঠাতে গিয়ে ভুলবশত সংবাদের লিংকটি ফেসবুকে শেয়ার হয়। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষনিক শেয়ার হওয়া লিংক কেটে ফেলি। কিন্তু বিষয়টি এতোদূর চলে যাবে বুঝতে পারিনি।’

রাজৈর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম মিয়া বলেন, ‘উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই একদিনে আলাদা দুটি চিঠি করা হয়। ফেসবুকে শেয়ার করে ভাইরাল করার উদ্দেশ্যেই শিক্ষিকা লক্ষ্মী বিশ^াস এমনটা করেছেন। তার প্রাপ্ত জবাব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হবে। পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলসান আরা বলেন, ‘শিক্ষিকা লক্ষ্মী বিশ^াস ফেসবুকে শেয়ার করে সরকারি আচরণবিধি লঙ্ঘন করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশেই কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে।’

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসের নজরে আসলে লক্ষ্মী বিশ^াসকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়। ওই শিক্ষিকার সাথে অন্যায় কোন কাজ করা হবে না।’
দুর্নীতি দমন কমিশন মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা ব্যক্তিগত আক্রোশের কারণেই এই শোকজ চিঠি করেছেন। একই সাথে দুই কর্মকর্তা একই ফরমেটে চিঠিতে স্বাক্ষর করবেন এটা দুঃখজনক। এটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!