রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুর কারাগারের হাজতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৭ জুলাই দিনগত) গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকল আনুষ্ঠিকতা শেষে মঙ্গলবার (২৯-৭-২৫)বিকেলে (আসরের নামাজের পর) রাজৈর উপজেলার টেকেরহাট রাশিদিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক এর নেতৃত্বে গার্ড অফ অনারের পর রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের বৌলগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত বীর মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের রাজৈর উপজেলা শাখার সহ সভাপতি ও টেকেরহাট বন্দরের ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন।
ইউসুফ আলী মিয়া দীর্ঘ বছর যাবত স্ব-পরিবারে মাদারীপুর জেলার রাজৈর পৌরসভার ৩ নং ওয়ার্ড টেকেরহাট আবাসিক এলাকায় নিজ বাসস্থানে বসবাস করে আসছিলেন। টেকেরহাট বন্দরের অদুরে তার গ্রামের বাড়ি বৌলগ্রাম এলাকায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। স্ত্রী, দুই পুত্র ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, ৫ই আগষ্টের পর রাজৈর থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের একটি মামলা দায়ের করেন রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। এ মামলায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়াকে ৬৪ নম্বর আসামি করা হয়। পরে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন পেলেও পরবর্তীতে মাদারীপুর আদালতে হাজিরা দিলে জামিন নামুঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন আদালতের বিজ্ঞ বিচারক। সেখানেই বেশ কয়েকদিন কারাবন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি।
এ ব্যাপারে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক জানান, রাষ্টীয় মর্যাদা (গার্ড অফ অনার) দেয়ার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।